পাকিস্তানকে হারিয়ে চাঁদরা চ্যাম্পিয়ন, সাফল্যের বৃত্ত সম্পূর্ণ ভারতীয় ক্রিকেটের

পাকিস্তান অনুর্ধ্ব ২৩-১৫৯ (৪৭ ওভার), ভারত- ১৬০/১
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সুদিনের সাফল্যের পার্টিতে যোগ দিলেন উন্মুক্ত চাঁদরাও। রবিবার সিঙ্গাপুরে এমার্জিং কাপের ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় অনূর্ধ্ব ২৩ দল। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে সাফল্যের একটা বৃত্ত সম্পূর্ণ হল। প্রথমে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, তারপর কোহলির নেতৃত্বে জিম্বাবোয়েতে ৫-০ ওয়ানডে সিরিজ জয়, ক দিন আগে রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এ দলের দুরন্ত জয়ের পর সূর্য কুমার যাদবের নেতৃত্বে এ বার ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের এই সাফল্য ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেল।
সব মিলিয়ে এই ক মাসে একের পর এক সাফল্য প্রমাণ করল ভারত শুধু বর্তমান সাফল্য, মহাতারকাহীন দল ছাড়া‍ও সাফল্য, কিংবা রিজার্ভ বেঞ্চেই শক্তিশালীই নয় নিকট ভবিষ্যতেও তৈরি তারা।
এদিনের ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ৯৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে দারুণভাবে চাপে পড়ে যায় হামাদ আজমের দল। শেষ অবধি পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৫৯ রানে। বাবা অপরাজিত দুরন্ত বোলিং করেন। অপরাজিত ২৮ রানে দিয়ে নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দলের ২৮ রানের উন্মক্ত চাঁদের আউট হওয়ার পরেও ভারত হাসতে হাসতে জিতে যায়। মাত্র ৩৩.৪ ওভারেই জয় আসে এক উইকেট হারিয়ে। দুরন্ত অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। মনপ্রীত জুনজা ৫১ রানে অপরাজিত থাকেন।
এই প্রতিযোগিতাতেই আফগানিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই ধাক্কা মুছে ফেলে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতলেন চাঁদরা।

English Title: 
india beats pakistan to lift trophy
Home Title: 

পাকিস্তানকে হারিয়ে চাঁদরা চ্যাম্পিয়ন, সাফল্যের বৃত্ত সম্পূর্ণ ভারতীয় ক্রিকেটের

No
15539
Is Blog?: 
No
Section: