'ডু অর ডাই' ম্যাচে কিউইদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মিতালিরা
Updated By: Jul 15, 2017, 11:32 PM IST
!['ডু অর ডাই' ম্যাচে কিউইদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মিতালিরা 'ডু অর ডাই' ম্যাচে কিউইদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মিতালিরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/15/89270-lfjdlfjldfjljdfljdljlfjldjf.jpg)
ওয়েব ডেস্ক : মিতালি রাজের অনবদ্য শতরান ও বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়ের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। আজকের ম্যাচটি দুই দলের কাছেই ছিল ডু অর ডাই। টসে জিতে প্রথমে ভারতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারত সাত উইকেটে তোলে ২৬৫ রান। মিতালি রাজ করেন ১০৯ রান। প্রথমে হরমনপ্রীত কৌর (৬০) ও পরে ভেরা কৃষ্ণমূর্তিকে(৭০) নিয়ে জুটে বাঁধেন মিতালি।
আরও পড়ুন- আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারতের মহিলা ক্রিকেট দলের
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে নিউজিল্যান্ড ব্যাটিং। মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় কিউইরা। ভারতের পক্ষে রাজেশ্বরি গায়কোয়াড় পাঁচ উইকেট নেন।