দু'গোলে পিছিয়ে থেকে নাটকীয় প্রত্যাবর্তনে জয় সর্দারদের, সেমিতে ভারত-পাক
ভারত (৪) বেলজিয়াম (২)
ওয়েব ডেস্ক: চক দে ইন্ডিয়া। বিশ্বের সেরা আট দেশকে নিয়ে আয়োজিত হকি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে গেল ভারত। ১৮ মিনিটের মধ্যে জোড়া গোল হজম করে একটা সময় মনে হচ্ছিল কোয়ার্টারেই শেষ একটা সময় মনে হচ্ছিল বৃহস্পতিবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামকে বেলজিয়ামকে ৪-২ গোলে হারিয়ে এখনও পর্যন্ত একবারও জিততে না পারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারের লড়াইয়ে ঢুকে পড়লেন সর্দার সিংরা। শনিবার সেমিফাইনালে ভারতের সামনে পাকিস্তান। দু বছর আগে মেলবোর্নে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেই ২-৩ গোলে হেরে যেতে হয়েছিল ভারতকে।
এদিন বেলজিয়ামের বিরুদ্ধে একটা সময় ০-২ গোলে পিছিয়ে ছিল ভারত। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন সর্দাররা। রোলান্ট ওল্টমান্সের কোচিংয়ে খেলা ভারতীয়রা এরপর খোঁচা খাওয়া বাঘ হয়ে ঝাঁপিয়ে পড়েন। ০-২ পিছিয়ে থাকা অবস্থায় ভারতের হয়ে প্রথমে ব্যবধান কমান রূপিন্দর পাল। এরপর উথাপ্পা সান্নুআনন্দ সমতায় ফেরান। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৪১ মিনিটে আকাশদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ৪৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ধরমবীর।
সেমিতে অস্ট্রেলিয়া, জার্মানি--গ্রুপ লিগে খারাপ খেললেও সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া। আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ো কোকাবুরারা শেষ চারে উঠল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে জার্মানি। জার্মানি ২-০ গোলে হারাল গ্রিট ব্রিটেনকে।