বাংলাদেশকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারতের মহিলা ফুটবল দল

বাংলাদেশকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ফুটবল দল। এই নিয়ে চারবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। ফাইনালে ভারত ম্যাচ জিতে নেয় তিন-এক গোলে।

Updated By: Jan 4, 2017, 10:44 PM IST
বাংলাদেশকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারতের মহিলা ফুটবল দল
ছবি সৌজন্য : টুইটার

ওয়েব ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ফুটবল দল। এই নিয়ে চারবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। ফাইনালে ভারত ম্যাচ জিতে নেয় তিন-এক গোলে।

আরও প়ড়ুন- সাফ কাপের ফাইনালে ভারত

মহিলা সাফ ফুটবল টুর্নামেন্টের খেতাব ধরে রাখল ভারত। এই নিয়ে চারবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। শিলিগুড়িতে বুধবার ফাইনালে ভারতের মহিলা দল তিন-এক গোলে বাংলাদেশকে হারিয়ে দিয়ে ফের খেতাব জিতে নিল। এদিন শুরুতে বারো মিনিটের মাথায় দাংমেই গ্রেসের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু চল্লিশ মিনিটে সমতা ফেরান বাংলাদেশের সিরাট জাহান শোপনা। এরপর দ্বিতীয়ার্ধে তেড়েফুড়ে ওঠে ভারতীয় দল। আক্রমণের ঝাঁঝ বাড়ান  সাসমিতারা। ষাট মিনিটে ভারতীয় দলকে এগিয়ে দেন সাসমিতা মালিক। ফের সাতষট্টি মিনিটে গোল করে ভারতের জয় নিশ্চিত করে দেন ইন্দুমতি। শুধু টানা চারবার চ্যাম্পিয়ন হল না ভারত, টানা উনিশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও গড়ে ফেলল ভারতীয় দল।

.