ভারতে-বাংলাদেশ টেস্ট এ বছরেই
চলতি বছরেই ভারতের মাটিতে হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। জানিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট মুস্তাফা কামাল। এই সিরিজ হলে ভারতের মাটিতে এই প্রথম ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ হবে। চলতি বছরে প্রথমবার ভারতের মাটিতে হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ।
চলতি বছরেই ভারতের মাটিতে হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। জানিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট মুস্তাফা কামাল। এই সিরিজ হলে ভারতের মাটিতে এই প্রথম ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ হবে। চলতি বছরে প্রথমবার ভারতের মাটিতে হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এর আগে ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল একদিনের সিরিজ খেলতে এলেও,পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ এই প্রথম। খুব সম্ভবত চলতি বছরের শেষ দিকে হতে পারে এই সিরিজ। ২০০০ সালে টেস্ট খেলার যোগ্যতা পায় বাংলাদেশ। তারপর ১২ বছর কেটে গেলেও ভারতে পাঁচদিনের ম্যাচ খেলা হয়নি তামিম-শাকিবদের। তবে এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ আয়োজন নিয়ে কোনও সবুজ সংকেত দেয়নি বিসিসিআই। এই নিয়ে বাংলাদেশের সবমহলেই চাপা ক্ষোভ তৈরি হয়েছিল।বাংলাদেশ ক্রিকেটবোর্ড বহুবার চেষ্টা করেও ভারতে এসে টেস্ট খেলার সুযোগ পায়নি। এর স্বপক্ষেই বিসিসিআই যে যুক্তি দেখিয়েছিল সেটা তাঁদের কাছে অপমানজনক মনে হয়েছিল।
চলতি বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারত সফরে আসেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট মুস্তাফা কামলা। সেখানেই শ্রীনিবাসনের সঙ্গে ভারতে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা হয়। বিসিবির প্রেসিডেন্ট দাবি করেছেন, চলতি বছরেই বাংলাদেশকে টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানাবে ভারত। আইসিসির ক্যালেন্ডার অনুযায়ী ঠাসা ক্রীড়াসূচি থেকে সময় বার করে কীভাবে এই সিরিজ করা যায় তাঁর চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।