ওভাল টেস্টে পেস বিভাগের শক্তি বাড়াল ভারত, দলে এলেন Prasidh Krishna

স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন দলের সঙ্গে। এবার যুক্ত হলেন মূল দলে।

Updated By: Sep 1, 2021, 03:55 PM IST
ওভাল টেস্টে পেস বিভাগের শক্তি বাড়াল ভারত, দলে এলেন Prasidh Krishna

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল থেকে ওভালে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তার আগে দলের পেস বিভাগের শক্তি বাড়াল ভারত। বুধবার বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে, টিম ম্যানেজমেন্টের অনুরোধের পর জাতীয় নির্বাচক কমিটি দলে নিল জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prasidh Krishna)। স্ট্যান্ড বাই হিসেবে আগেই দলের সঙ্গে ছিলেন কৃষ্ণা। এবার বেঙ্গালুরুর বোলার যুক্ত হলেন মূল দলে।

২৫ বছরের ক্রিকেটার এখনও পর্যন্ত ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতেই তিনটি ওয়ানডে খেলেন। কলকাতা নাইট রাইডার্সের এই বোলার তুলে নেন ৬ উইকেট। ওভাল হোক বা ম্যাঞ্চেস্টার। বুমরা-সিরাজ-শামিদের ধকল কমানোর জন্যই কৃষ্ণাকে দলে নিল ভারত। এ কথা বলাই যায়। 

আরও পড়ুন: ICC Test Rankings: Rohit ছাপিয়ে গেলেন Kohli কে! ৬ বছরে এই প্রথম শীর্ষে Root

চতুর্থ টেস্টে ভারতের দল: রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (KL Rahul), ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane ), হনুমা বিহারী (Hanuma Vihari), ঋষভ পন্থ (Rishabh Pant), আর অশ্বিন (R. Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল (Axar Patel), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ইশান্ত শর্মা (Ishant Sharma), মহম্মদ শামি (Mohd. Shami), মহম্মদ সিরাজ (Md. Siraj), শার্দূল ঠাকুর (Shardul Thakur), উমেশ যাদব (Umesh Yadav), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran), পৃথ্বী শ (Prithvi Shaw), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও প্রসিদ্ধ কৃষ্ণা  (Prasidh Krishna)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.