রায়নাদের জেতালেন গুরকিরত, সঞ্জু
বাংলাদেশ এ দলের বিরুদ্ধে দারুণ জয় পেল ভারতীয় এ দল। বেঙ্গালুরুতে দলের তারকা ক্রিকেটারদের ব্যর্থতা ঢেকে দলকে জয় এনে দিলেন সঞ্জু স্যাসমন, গুরকিরত সিং মান, ঋষি ধাওয়ানরা।
ওয়েব ডেস্ক: বাংলাদেশ এ দলের বিরুদ্ধে দারুণ জয় পেল ভারতীয় এ দল। বেঙ্গালুরুতে দলের তারকা ক্রিকেটারদের ব্যর্থতা ঢেকে দলকে জয় এনে দিলেন সঞ্জু স্যাসমন, গুরকিরত সিং মান, ঋষি ধাওয়ানরা।
প্রথমে ব্যাট করতে নেমে ১২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সুরেশ রায়নার ভারতীয় এ দল। ব্যর্থ জাতীয় দলের দুই ক্রিকেটার মণীশ পান্ডে (১), সুরেশ রায়না (১৬)। দারুণ ইনিংস খেললেন সঞ্জু স্যামসন (৭৩)। শেষের দিকে চালিয়ে খেলে দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন ঋষি ধাওয়ান। তবে এই ম্যাচের হিরো গুরকিরত।
অলরাউন্ডার গুরকিরত ব্যাট হাতে করলেন অপরাজিত ৬৫ রান। এরপর গুরকিরত নেন ৫ উইকেট। ভারতীয় এ দলের ৩২২ রানের জবাবে বাংলাদেশ অলআউট ২২৬ রানে। এ দলের খেলা হলেও বাংলাদেশ দলে ছিল রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন দাস, নাসির হুসেন, রুবেল হাসান, তাসকিন দাসের মত ক্রিকেটাররা।