ভারতীয় বোলারদের দেখে আটের দশকের ক্যারিবিয়ান পেসারদের কথা মনে পড়ছে লারার
বিদেশের মাটিতেও অপ্রতিরোধ্য ভারতীয় দল।
নিজস্ব প্রতিবেদন : কোহলি, সামিদের সঙ্গে ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শালদের তুলনা করলেন ব্রায়ান লারা। কোহলিদের দাপুটে পারফরম্যান্স দেখে মুগ্ধ ত্রিনিদাদের রাজপুত্র। সাত আর আটের দশকের ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ভারতীয় দলের তুলনা টানলেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক। লারার মতে, অপ্রতিরোধ্য ভারতীয় দলকে থামানো যে কোনও দলের পক্ষেই ভীষন কঠিন।
কোহলিদের প্রশংসা করে লারা বলেন, "শুধু ঘরের মাঠে নয়। বিদেশের মাটিতেও অপ্রতিরোধ্য ভারতীয় দল। সাতের দশকে ওয়েস্ট ইন্ডিজ, নয়ের দশকে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে। এখন ভারতীয় দলের সময়। বিশ্বের যে প্রান্তেই কোহলিরা খেলতে যাক, প্রতিপক্ষকে হারানোর সবরকম ক্ষমতা রাখেন তারা। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং- সব বিভাগেই ভারতীয় দল সেরা।"
আরও পড়ুন- রাঁচিতে টস জিতে ব্যাটিং ভারতের, টেস্ট অভিষেক শাহবাজ নাদিমের
কোনও একজন ক্রিকেটারের উপর ভারতীয় দল নির্ভরশীলন নয়। রিজার্ভে থাকা ক্রিকেটাররাও সুযোগ পেয়ে চমকে দিচ্ছেন। এটাই ভারতীয় দলের প্রধান অস্ত্র বলে মনে করেন ব্রায়ান লারা।
আরও পড়ুন- বোর্ড সভাপতি সৌরভকে শুভেচ্ছা ঋদ্ধির