IND vs SL,Watch: সাজঘরে Rohit Sharma হয়ে গেলেন Faf du Plessis!

রোহিত শর্মা (Rohit Sharma) ক্যাপ্টেন হিসাবে নতুন পথচলা শুরু করলেন মোহালিতে। দ্বিতীয় প্রবীণতম হিসাবে ভারতের টেস্ট ক্যাপ্টেন হিসাবে অভিষেক করলেন হিটম্যান।

Updated By: Mar 4, 2022, 04:57 PM IST
IND vs SL,Watch: সাজঘরে Rohit Sharma হয়ে গেলেন  Faf du Plessis!
রোহিত যখন দুপ্লেসিস!

নিজস্ব প্রতিবেদন: মোহালিতে শুধুই বিরাট কোহলি (Virat Kohli) মাইলস্টোন স্থাপন করেননি, ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্যও  ৪ মার্চ ২০২২, তারিখটা স্মরণীয় হয়ে থাকল। মোহালির পিসিএ স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টে (India vs Sri Lanka, 1st Test) নীল ব্লেজার গায়ে চাপিয়ে টস করার সময় লেখা হল নতুন ইতিহাস। রোহিতের তিন ফরম্যাটে ভারতের পূর্ণ দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন হওয়ার অভিষেক বৃত্ত সম্পূর্ণ হল শুক্রবার।

ভারতের ৩৫ তম টেস্ট ক্যাপ্টেন হিসাবে পথচলা শুরু করলেন তিনি। ৩৪ বছর ৩০৮ দিন বয়সে রোহিত টেস্ট ক্যাপ্টেন হিসাবে অভিষেক করলেন। অনিল কুম্বলের পরে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে এই কাজ করলেন রোহিত। কুম্বলে টেস্ট ক্যাপ্টেন হিসাবে নতুন ইনিংস শুরু করেছিলেন ৩৭ বছর ৩৬ দিনে। এই পরিসংখ্যান বিগত ৬০ বছরের খতিয়ানকে মাথায় রেখে।

এদিন টস জিতে রোহিত শর্মার ভারত ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল দিমুথ করুণারত্নের দলকে। ব্যাট করতে নেমে ভারত ৮০ রানে হারিয়ে ফেলে দলের দুই ওপেনারকে। রোহিত শর্মা (২৯) ও ময়াঙ্ক আগরওয়াল (৩৩) ফিরে যান। রোহিত সাজঘরে ফিরে গিয়ে ছিলেন ফুরফুরে মেজাজে। ব্যাট হাতে শ্যাডো প্র্যাকটিস করছিলেন তিনি। প্রোটিয়া তারকা ফাফ দু প্লেসিসকে (Faf du Plessis) নকল করেন তিনি। মুহূর্তে ভিডিও হয়ে যায় ভাইরাল।

আরও পড়ুন: Virat Kohli's 100th Test: সাজঘরে ফেরার পথে কোহলিকে ভালবাসায় ভরিয়ে দিল গ্যালারি

আরও পড়ুন: Virat Kohli: ষষ্ঠ ভারতীয় হিসাবে ১০০ টেস্টে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.