IND vs SL: রুদ্ধশ্বাস ম্যাচ! ব্যাটিং ব্যর্থতা, শিবম মাভি-হর্ষলের দাপটের পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের কষ্টের জয়
২০২২-এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে চাইছিল রাহুল দ্রাবিড়ের দল। কিন্তু সেটা হল কোথায়! বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন ঈশান কিশান। তিনি এদিনও চালিয়ে খেলতে শুরু করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরে নতুন লক্ষ্য! হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রুদ্ধশ্বাস জয় দিয়ে অভিযান শুরু করেল টিম ইন্ডিয়া (Team India)। দলে নেই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (KL Rahul)। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। দেখা যাবে না ভুবনেশ্বর কুমারকেও (Bhuvneswar Kumar)। ব্যাটিং ব্যর্থতা সামলে শেষ দিকে দীপক হুডা (Deepak Hooda) ও অক্ষর প্যাটেল (Axar Patel) সামাল দেওয়ার পর, বাকি কাজটা সারেন অভিষেক ঘটানো শিবম মাভি (Shivam Mavi) ও হর্ষল প্যাটেল (Harshal Patel)। ফলে দাসুন শনকার (Dasun Shanaka) লড়াইয়ের পরেও ২ রানে জয় পেল 'মেন ইন ব্লু' ব্রিগেড। অভিষেক ম্যাচেই ২২ রানে ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন উত্তর প্রদেশ থেকে উঠে আসা এই তরুণ ডানহাতি জোরে বোলার। শ্রীলঙ্কার ব্যাটিংকে আগাগোড়া চাপে রাখলেন ২৪ বছরের শিবম।
আসলে ২০২২-এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে চাইছিল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দল। কিন্তু সেটা হল কোথায়! বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন ঈশান কিশান (Ishan Kishan)। তিনি এদিনও চালিয়ে খেলতে শুরু করেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটানো শুভমন গিল (Subhman Gill) নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। ২৭ রানে ১ উইকেট হারাল ভারত।
এরপর ক্রিজে এলেন গত বছর দাপট দেখানো সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। খুব চেনা ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেকে মেলে ধরার বদলে, খুব খারাপ শট মেরে আউট হলেন দলের সহ-অধিনায়ক। ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি কবে ভারতের জার্সিতে সুযোগ কাজে লাগাবেন কে জানে? কিছুক্ষণ পর ২৯ বলে ৩৭ রানে ফিরে যান ঈশান। ৭৭ রানে ৪ উইকেট হারায় ভারত।
— BCCI (@BCCI) January 3, 2023
আরও পড়ুন: Abhimanyu Easwaran, Ranji Trophy 2022-23: ইতিহাস গড়েও মন খারাপ! কাকে শতরান উৎসর্গ করলেন অভিমন্যু?
ফলে ক্রিজে এলেন অধিনায়ক হার্দিক। প্রথম থেকেই আক্রমণ করলেন বিপক্ষ বোলারদের। বল কিছুটা থেমে থেমে ব্যাটে আসছিল। ফলে স্বাভাবিক শট খেলা সহজ ছিল না। হার্দিক অবশ্য পুরো কুড়ি ওভার টিকতে পারলেন না। মধুশঙ্কার বলে ২৯ করে ফিরে গেলেন। ভারতের স্কোরবোর্ডে তখন ৯৪ রানে ৫ উইকেট।
তবে এরপর জ্বলে উঠলেন দীপক হুডা (Deepak Hooda) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। বাইশ গজে ঝড় তুলে ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন দু'জন। হুডা ২৩ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। মারলেন ১টি চার ও ৪টি ছক্কা। তাঁর পার্টনার অক্ষর ২০ বলে ৩১ রান করেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। বাকি কাজটা সারেন দলের বোলাররা। বিশেষ করে অভিষেক ম্যাচে ২২ রানে ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন মাভি। উমরান ২৭ রানে ৪ ও হর্ষল ৪১ রানে ২ উইকেট নিলেন।
জবাবে ইনিংসের শুরুটা ভাল হল না শ্রীলঙ্কারও। সফরকারীদের শুরুতেই জোড়া ধাক্কা দিলেন এই ম্যাচেই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হওয়া শিবম। ওপেনার পাথুম নিশঙ্ক (১) এবং ডি সিলভাকে (৮) সাজঘরে ফেরালেন প্রথম ২ ওভারেই। তাঁর দাপটে মাত্র ২৪ রানেই ২ উইকেট হারান শনাকারা। শুরুতে ভাল বল করলেন হার্দিকও। তিনিই দলের বোলিং আক্রমণ শুরু করেন। উইকেট না পেলেও প্রথম স্পেলে ৩ ওভারে দেন ১২ রান। নিয়মিত ব্যবধানে উইকেট হারাল শ্রীলঙ্কাও। ওপেনার কুশল মেন্ডিস করলেন ২৫ বলে ২৮ রান। চিরথ আশালঙ্কা (১২), ভানুকা রাজাপক্ষরা (১০) দলের ইনিংসকে নির্ভরতা দিতে পারলেন না। শেষ দিকে ঝড় তুললেন অধিনায়ক শনকা এবং হাসরঙ্গ। সহ-অধিনায়ক হাসরঙ্গ ১০ বলে ২১ রান করে আউট হওয়ার পরেও চেষ্টা করেছিলেন শনকা। কিন্তু ২৭ বলে ৪৫ রান করে উমরানের বলে চাহালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। হারসঙ্গ মারেন একটি চার এবং দু’টি ছয়। শনকার ব্যাট থেকে এল তিনটি করে চার এবং ছক্কা। তবে শেষরক্ষা হল না। ২ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।