Rohit Sharma and Dasun Shanaka, IND vs SL: অশ্বিনের পথে না গিয়ে শনাকাকে 'মানকাডিং' করেও কেন ব্যাট করালেন? মুখ খুললেন মহানুভব রোহিত
ম্যাচের একেবারে শেষ ওভারে শ্রীলঙ্কার অধিনায়ককে 'মানকাডিং' করেন শামি। সেই সময় শনাকা ব্যাট করছিলেন ৯৮ রানে। দলের পরাজয় নিশ্চিত জেনেও কার্যত একার হাতে দেশের সম্মানরক্ষার জন্য লড়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটের আইনে এই আউট নিয়মবিরুদ্ধ নয়। তবুও 'মানকাডিং' (Mankading) নিয়ে নানা মুনির নান মত। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তো আবার 'মানকাডিং' করতে সিদ্ধহস্ত। আইপিএল (IPL) থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, বিপক্ষের ব্যাটারকে একাধিকবার এভাবে আউট করেছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অফ স্পিনার। সেটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে। তবে অশ্বিনের পথে হাঁটলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। বার্সাপাড়া স্টেডিয়ামে চলা প্রথম একদিনের ম্যাচে শেষ ওভারে দাসুন শনাকাকে (Dasun Shanaka) 'মানকাডিং' করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। শ্রীলঙ্কার (Sri Lanka) অধিনায়ক ৯৮ রানে তখন নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন। সেই ওভারের চতুর্থ বলে এই ঘটনা ঘটলেও, রোহিত কিন্তু 'স্পোর্টসম্যান স্পিরিট' দেখিয়ে লড়াকু শনাকাকে আবার ব্যাট করার আমন্ত্রণ জানান। কেন তিনি মহানুভবতার পরিচয় দিয়েছিলেন? ম্যাচের শেষে সেটাই জানালেন 'হিটম্যান'।
পরে মুখ খুলে ভারত অধিনায়ক বলেন, 'আমি জানতামই না এসব হয়েছে। শামি আবেদন করেছে বুঝতেই পারিনি। শনাকা দুর্দান্ত ব্যাট করছিল। ৯৮ রানে ওকে ওভাবে আউট করতে চাইনি। যেভাবে আউট করতে চেয়েছিলাম, সেটা তো আর পারিনি। এই সেঞ্চুরিটা ওর প্রাপ্য ছিল। তাই আমি আবেদন প্রত্যাহার করে নিই।'
— Saurabh Yadav (@Saurabhkry08) January 11, 2023
— BCCI (@BCCI) January 10, 2023
ম্যাচের একেবারে শেষ ওভারে শ্রীলঙ্কার অধিনায়ককে 'মানকাডিং' করেন শামি। সেই সময় শনাকা ব্যাট করছিলেন ৯৮ রানে। দলের পরাজয় নিশ্চিত জেনেও কার্যত একার হাতে দেশের সম্মানরক্ষার জন্য লড়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেই সময় স্ট্রাইকে ছিলেন কাসুন রাজিথা। নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে স্ট্রাইক পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন শনাকা। ঠিক সেসময় তাঁকে 'মানকাডিং' করে দেন শামি। কিন্তু সেটা হতে দিলেন না রোহিত। ভারতীয় অধিনায়ক আবেদন প্রত্যাহার করে নিলেন। এবং দিলেন 'স্পোর্টসম্যান স্পিরিট'-এর পরিচয়।
বিরাট কোহলির ৮৭ বলে ১১৩ রান ও রোহিতের ৬৭ বলে ৮৩ রানের সৌজন্যে ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৭৩ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। শেষ দিকে শনাকা দলের মানরক্ষা করলেন। ২০৬ রানে আট উইকেট চলে গেলেও, রুখে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৮৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। মারলেন ১২টি চার ও ৩টি ছক্কা। এবং ম্যাচ শেষ হওয়ার পরেই রোহিতের দিকে এগিয়ে তাঁর সঙ্গে সবার আগে হাত মেলান লড়াকু শনাকা। সেই ছবি দেখে বোঝা গিয়েছিল যে, ভারত অধিনায়কের 'স্পোর্টসম্যান স্পিরিট' দেখে একেবারে মুগ্ধ এশিয়া কাপজয়ী অধিনায়ক।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)