IND vs SL, Asia Cup 2022 : শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক হারে বিদায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কড়া বার্তা পেল টিম ইন্ডিয়া

IND vs SL, Asia Cup 2022 : লাভ হল কোথায়! কিন্তু আবার সেই পুরনো রোগ আবার ফিরে এল। পাক ম্যাচের মতোই। এ বারও ব্যর্থ মিডল অর্ডার। 'ডু অর ডাই' ম্যাচে সূর্য (৩৪), হার্দিক পান্ডিয়া (১৭), ঋষভ পন্থ (১৭) ও দীপক হুডা (৩) বিপক্ষের উপর চাপ বাড়ানোর বদলে 'সেট' হয়ে আউট হলেন। 

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Sep 6, 2022, 11:38 PM IST
IND vs SL, Asia Cup 2022 : শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক হারে বিদায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কড়া বার্তা পেল টিম ইন্ডিয়া
এশিয়া কাপ থেকে বিদায়। বিশ্বাস করতে পারছেন না রোহিত শর্মা। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অপ্রস্তুত শ্রীলঙ্কা, দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে ঘরে ডেকে হেলায় হারিয়ে দেওয়া। র‍্যাঙ্কিংয়ে একেবারে নীচের দিকে জিম্বাবোয়েকে উড়িয়ে নিশ্চিত ভাবে আত্মতুষ্টিতে ভুগছিল টিম ইন্ডিয়া (Team India)। সেই আত্মতুষ্টির ফল হাতেনাতে পাওয়া গেল এশিয়া কাপে (Asia Cup 2022)। প্রথমে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হার। আর এ বার শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে লজ্জাজনক পরাজয়। লাগাতার দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল তারকাখচিত টিম ইন্ডিয়া। আর এই জোড়া হারের পরেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে কড়া বার্তা পেল রোহিত শর্মার (Rohit Sharma) 'মেন ইন ব্লু' ব্রিগেড। 

গত ম্যাচে ১৯তম ওভারে ১৯ রান দিয়েছিলেন 'ডেথ স্পেশালিষ্ট' ভুবনেশ্বর কুমার। এ দিনও ব্যাপক মার খেলেন। এ দিন আরও কম রান আটকাতে গিয়ে দিলেন ১৪ রান। সেই ১৯তম ওভারেই। ভানুকা রাজাপক্ষ (Bhanuka Rajapaksa) ও অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। দুজন পালটা মার দিয়ে পঞ্চম উইকেটে জুড়ে দিলেন মাত্র ৩৪ বলে মহামূল্যবান ৬৪ রান। ফলে এক বল বাকি থাকতে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল শ্রীলঙ্কা। পাক ম্যাচের 'ভিলেন' শেষ ওভারে একটা শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হল না। কারণ আগেই বিরাট ভুল করে ফেলেছেন ভুবি। 

Pathum Nissanka, Kusal Mendis

ভাগ্যিস যজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ছিলেন। গত ম্যাচে ফকর জামানকে (Fakhar Zaman) ফেরালেও, নিজের ক্যারিশমা দেখাতে পারেননি। ৪৩ রান দিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল। মাত্র এক দিনের ব্যবধান। কিন্তু সেই এক পিচে একেবারে বদলে গেলেন অভিজ্ঞ লেগ স্পিনার। ১৭৪ রান চেজ করতে গিয়ে, দুই ওপেনারের কুশল মেন্ডিস (Kusal Mendis) ও পাথুম নিশাঙ্কার (Pathum Nissanka) দাপটে ১১.৪ ওভারে ৯৭ রান তুলে নিয়েছিল শ্রীলঙ্কা (Sri Lanka)। রোহিতের চোখমুখ দেখে মনে হচ্ছিল ব্যাগপত্তর গুছিয়ে দেশে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু চাহাল দুই ওপেনারকে তুলে নেওয়ার পর তিনে ব্যাট করতে আসা চারিথ আশালঙ্কাকেও খালি হাতে ফেরালেন। 

১১০ রানে ৩ উইকেট ফেলে দিয়ে ভারত সবে ম্যাচে ফিরে এসেছে। ঠিক এমন হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মুখের হাসি আরও চওড়া করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দানুশকা গুণতিলকাকে ফিরিয়ে বিপক্ষের উপর আরও চাপ বাড়িয়ে দিলেন অভিজ্ঞ অফ স্পিনার। নিমেশের মধ্যে ১১০ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সাজঘরে তখন চাপা উত্তেজনা। ঠিক এমন সময় খেলা ঘুরিয়ে দিলেন ভানুকা রাজাপক্ষ ও অধিনায়ক দাসুন শনাকা। রাজাপক্ষ ১৭ বলে ২৫ ও শনাকা ১৮ বলে ৩৩ রানে অপরাজিত থেকে ভারতের বিদায়ঘন্টি বাজিয়ে দিলেন। 

আরও পড়ুন: Virat Kohli, IND vs SL : অহেতুক বিতর্কে জড়িয়েই কি আবার খেই হারালেন কোহলি? উঠছে প্রশ্ন

আরও পড়ুন: IND vs SL, Rohit Sharma:সচিনকে টপকে প্রথম ভারতীয় হিসাবে অনন্য ইতিহাস রোহিতের

Rohit Sharma

এ যেন কিছুটা হলেও পাকিস্তান ম্যাচের রিমেক! গত রবিবার বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুই ওপেনার শুরুর দিকে সফল হয়েছিলেন। তবে অহেতুক খারাপ শট খেলার জন্য ভেঙে পড়েছিল তারকাখচিত মিডল অর্ডার। বিরাট কোহলি (Virat Kohli) ৪৪ বলে ৬০ রান করার জন্য রানটা ১৮১-তে গিয়েছিল। মঙ্গলবার ভারতীয় ব্যাটিংয়ে তেমনই ভুলভ্রান্তি দেখা গেল। এ দিন কেএল রাহুল (KL Rahul) ও বিরাট ব্যর্থ হওয়ার পর সূর্য কুমার যাদবকে (Surya Kumar Yadav) নিয়ে বাইশ গজে লড়লেন রোহিত। লেখা ভাল 'হিটম্যান' বিপক্ষের বোলারদের একাই বুঝে নিয়েছিলেন। ওপেন করতে নেমে ৪১ বলে ৭২ রান করলেন। ইনিংসে ৫টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। 

তবে তাতে লাভ হল কোথায়! কিন্তু আবার সেই পুরনো রোগ আবার ফিরে এল। পাক ম্যাচের মতোই। এ বারও ব্যর্থ মিডল অর্ডার। 'ডু অর ডাই' ম্যাচে সূর্য (৩৪), হার্দিক পান্ডিয়া (১৭), ঋষভ পন্থ (১৭) ও দীপক হুডা (৩) বিপক্ষের উপর চাপ বাড়ানোর বদলে 'সেট' হয়ে আউট হলেন। ঠিক যেমনটা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ঘটেছিল। ফলে রোহিতের ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রান তুলল ভারত। 

Yuzvendra Chahal

টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান দাসুন শনাকা। ভারতের প্রথম একাদশে একটিই পরিবর্তন হয়। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে আর রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে শুরুতেই ধাক্কা খায় বারত। মহেশ তিক্ষানার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রাহুল (৬ রান)। প্রতিযোগিতায় ছন্দে ফেরা বিরাট বিপক্ষের দিলশান মদুশঙ্কার (Dilshan Madushanka) মিডল স্টাম্পের বলকে মিড উইকেটের উপর মারতে গিয়ে লাইন মিস করেন। এবং বোল্ড হন। ফলে ১৩ রানে ২ উইকেট হারায় ভারত। 

সেখান থেকেই পালটা মার দিতে শুরু করেন রোহিত। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ৯৭ রান যোগ করেন দলের অধিনায়ক। সূর্য ২৯ বলে ৩৪ রানে আউট হন। রোহিত ফেরেন ৭২ রানে। এরপর হার্দিক, ঋষভ, হুডারা প্রভাব ফেলতে ব্যর্থ হন। শেষ দিকে অশ্বিন ৭ বলে অপরাজিত ১৫ রান করেন। বিরাটকে ফেরানো দিলশান মদুশঙ্কা এ দিন সেরা বোলার। ২৪ রানে তিন উইকেট নিয়ে ভারতের ব্যাটিংকে বুঝে নিলেন এই বাঁহাতি পেসার। মিডল অর্ডার ব্যাটারদের মহা ভুলের পর বোলারদের জঘন্য পারফরম্যান্স, জোড়া হারের ধাক্কা হজম করে এশিয়া কাপ থেকে বিদায় নিল তারকাখচিত টিম ইন্ডিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.