KL Rahul: সেঞ্চুরিয়নে দুরন্ত সেঞ্চুরি রাহুলের,স্পর্শ করলেন সচিন-বিরাটকে

কেএল রাহুল নিজের ছাপ রাখলেন দক্ষিণ আফ্রিকায়। ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন তিনি।

Updated By: Dec 26, 2021, 08:29 PM IST
KL Rahul: সেঞ্চুরিয়নে দুরন্ত সেঞ্চুরি রাহুলের,স্পর্শ করলেন সচিন-বিরাটকে
শতরানের পর কেএল রাহুল

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ব্যাট ভর করে তরতর করে এগিয়ে যাচ্ছে ভারত। রবিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (SA VS IND) তিন ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ হয়েছে। বক্সিং-ডে টেস্টের প্রথম দিনেই রাহুল হাঁকালেন ঝকঝকে সেঞ্চুরি। টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরির সুবাদে রাহুল অনন্য ইতিহাস লিখলেন নেলসন ম্যান্ডেলার দেশে।

ওয়াসিম জাফরের (Wasim Jaffer) পর রাহুল দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সেঞ্চুরি করলেন। ২০০৭ সালে জাফর কেপটাউনে ১১৬ রান করেছিলেন। রাহুল সফররত দেশের তৃতীয় ক্রিকেটার হিসাবে দক্ষিণ আফ্রিকায় শতরান করলেন। এর আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ( David Warner) ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (Chris Gayle) এই কীর্তি স্থাপন করেছিলেন। রাহুল যে যে দেশে টেস্ট খেলেছেন, সেই সেই দেশেই সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের পর এবার রামধনু দেশেও নিজের ছাপ রাখলেন সেঞ্চুরিতে। এখানেই শেষ নয়, রাহুল কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলিকেও (Virat Kohli) স্পর্শ করলেন। সচিন-বিরাটের পর তৃতীয় ব্যাটার হিসাবে দক্ষিণ আফ্রিকায় তিন অঙ্কের সংখ্যা স্পর্শ করলেন। সব মিলিয়ে ১১ নম্বর ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন তিনি।

আরও পড়ুন: Ravi Shastri ভাঙলেন নীরবতা! Virat Kohli-র অধিনায়কত্ব ইস্যুতে খুললেন মুখ

এদিন টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। রাহুল-ময়াঙ্ক এদিন ওপেন করতে নেমে ১১৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। তাঁরা ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ওপেনিং জুটি নেলসন ম্যান্ডেলার দেশে ১০০ রানের পার্টনারশিপ করলেন। ২০০৭ সালে ওয়াসিম জাফর (Wasim Jaffer) ও দীনেশ কার্তিক (Dinesh Karthik) কেপটাউনে ১৫৩ রানের পার্টনারশিপ করেছিলেন। এর তিন বছর পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ১৩৭ রান করেন। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এই নিয়ে দ্বিতীয়বার ৫২ নম্বর ইনিংসে সফররত দেশের দুই ওপেনার শতরানের যুগলবন্দি করলেন।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.