IND vs PAK, Shahid Afridi: 'দুই দেশের মধ্যে ফের ক্রিকেট শুরু করুন', মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির

অতীতেও এই ইস্যু নিয়ে অনেক শব্দ খরচ করেছেন আফ্রিদি-সহ পাকিস্তানের ক্রিকেটার। তবে ভারতের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। যদিও আফ্রিদি মনে করেন ক্রিকেটই পারে দু’দেশের সম্পর্ক শুধরে দিতে। কিন্তু সেজন্য ভারত সরকারকে এগিয়ে আসতে হবে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 21, 2023, 03:39 PM IST
IND vs PAK, Shahid Afridi: 'দুই দেশের মধ্যে ফের ক্রিকেট শুরু করুন', মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির
নরেন্দ্র মোদীর কাছে কাতর আবেদন করলেন শাহিদ আফ্রিদি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই ভারতের প্রধানমন্ত্রী (Prime Minister of India) নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে কাতর আবেদন করলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর দাবি, পাকিস্তানের (Pakistan) মাটিতে এশিয়া কাপ (Asia Cup)আয়োজন করা হলে, টিম ইন্ডিয়াকে (Team India) সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তাঁর আরও অতীতে পাকিস্তান দলকেও ভারত থেকে হুমকি দেওয়া হয়েছিল। যদিও সেই হুমকি উপেক্ষা করে পাক দল ভারতে এসেছিল। তাই ভারতেরও উচিত পাকিস্তানে দল পাঠানো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আফ্রিদির আবেদন, "আমি মোদীজির কাছে আবেদন করব যাতে দুই দেশের মধ্যে ক্রিকেট পুরোপুরি চালু হতে পারে।"  

অতীতেও এই ইস্যু নিয়ে অনেক শব্দ খরচ করেছেন আফ্রিদি-সহ পাকিস্তানের ক্রিকেটার। তবে ভারতের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। যদিও আফ্রিদি মনে করেন ক্রিকেটই পারে দু’দেশের সম্পর্ক শুধরে দিতে। কিন্তু সেজন্য ভারত সরকারকে এগিয়ে আসতে হবে। 

আরও পড়ুন: Sunil Narine, IPL 2023: ০ রানে ৭ উইকেট! আইপিএল-এর আগে দাপুটে সুনীল নারিন

আরও পড়ুন: Andre Russell, IPL 2023: শুরু হয়ে গেল অনুশীলন, নাইটদের নতুন নেতা কি আন্দ্রে রাসেল?

প্রাক্তন পাক অধিনায়ক বলছেন, "ভারতের বহু ক্রিকেটার এখনও তাঁর বন্ধু। সেই বন্ধুত্ব বজায় রাখতে গেলে বিসিসিআইকে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। ভারতীয় বোর্ড শক্তিশালী। কিন্তু তুমি শক্তিশালী মানে তোমার দায়িত্বও অনেক বেশি। তোমার শত্রু বাড়ানো উচিত নয়, বন্ধু বানানোর চেষ্টা করা উচিত।" 

এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে লেজেন্ডস লিগেখেলছেন আফ্রিদি। সেখানেই তিনি বলেন, "এশিয়া কাপ খেলতে আপত্তি করছে কে? ভারত। আমি বলব, আপনারা দল পাঠান। আমরা আনন্দের সঙ্গে স্বাগত জানাব।" তিনি ফের যোগ করেন, "অতীতে এক ভারতীয় আমাদের হুমকি দিয়েছিল। তাঁর নাম আমি নিতে চাই না। কিন্তু সেই হুমকি উড়িয়ে দিয়ে আমরা ভারতে খেলতে গিয়েছিলাম। এবং ভারতীয়রা আমাদের দারুণভাবে স্বাগত জানিয়েছিলেন।" 

সীমান্ত সন্ত্রাস এবং দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক চাপানউতোরের জেরে সেই ২০১২ সাল থেকে, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আফ্রিদি কাতর আবেদন করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী সাড়া দেবেন? সেটাই দেখার অপেক্ষায় গোটা দুনিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.