IND vs PAK , Asia Cup 2022 : পাক বধের পরেও জাতীয় পতাকা প্রত্যাখ্যান, অভিষেকের নিশানায় বিতর্কিত জয় শাহ
IND vs PAK , Asia Cup 2022 : এমন একটা হাইভোল্টেজ ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বদলে প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন বোর্ড সচিব। জয় শাহের এমন আচরণে স্বভাবতই ক্ষুব্ধ নেটপাড়া। যদিও বোর্ড সচিব এই ইস্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ের বদলা দুবাইয়ের বাইশ গজেই। ২৪ অক্টোবর ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) মঞ্চে ১০ উইকেটে হার। ঠিক ১০ মাস চারদিন পর, ২০২২-এর ২৮ অগস্ট এশিয়া কাপে (Asia Cup 2022) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া (Team India)। তবে 'মাদার অফ অল ব্যাটেল'-এ বাবর আজমদের (Babar Azam) পাঁচ উইকেটে উড়িয়ে দিলেও, কাঁটার মতো বিঁধেছে জয় শাহের (Jay Shah) আচরণ। বিসিসিআই-এর (BCCI) সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি জাতীয় পতাকা (National Flag Of India) হাতে তুলে নিতে প্রত্যাখ্যান করেছেন! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ছেলের দিকে এমনই মারাত্মক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দেশের একাধিক বিরোধী দল। জয়কে কটাক্ষ করছে নেটপাড়াও। কারণ সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনার ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
কী ঘটনা ঘটেছিল?
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষে গ্যালারিতে যখন ভারতীয়দের অকাল দিওয়ালি, তখন প্রবল তরজা শুরু সোশ্যাল মিডিয়ায়। হাইভোল্টেজ ম্যাচের গ্যালারিতে খেলা শেষের পর ছড়াল প্রবল শোরগোল। নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবাই ভারতীয়দের জয় উদযাপনে হাততালি, বাহবা দিতে ব্যস্ত। জনৈক ব্যক্তি সেই সেলিব্রেশন মুহূর্তে জয় শাহের দিকে জাতীয় পতাকা এগিয়ে দিচ্ছেন। সেই সময় জয়ের পাশে দাঁড়িয়েছিলেন কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পতাকাটি হাতে না ধরে হাততালি দিতে দিতেই নেতিবাচকভাবে মাথা দোলালেন তিনি। সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
The PRODIGAL PRINCE KNOWS NOT OF NATIONAL PRIDE. @JayShah not wanting to hold the national flag is symptomatic of the larger hypocrisy of the ruling dispensation.
They indulge in THEATRICS, lack values.
Excel in JUMLAS, lack PATRIOTISM. pic.twitter.com/MCtDzPDYYM— Abhishek Banerjee (@abhishekaitc) August 29, 2022
আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2022: ব্যাটে-বলে ক্লিনিক্যাল ভারত উড়িয়ে দিল পাকিস্তানকে, হার্দিকময় দুবাইয়ের জয়
জয় শাহের ওই প্রতিক্রিয়ার ভিডিয়োটিকে টুইট করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিজেপি বিরোধী নেতারা। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে এই ইস্যু নিয়ে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। এ বার তাঁর নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। এক নেটিজেন-এর কথায়, 'এই কাজ যদি কোনও অ-বিজেপি নেতা করত তাহলে বিজেপি আইটি সেল তাঁকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিত। মোদী স্তাবক মিডিয়া গোটা দিন ধরে সেই নিয়ে চর্চা করত। কিন্তু... সৌভাগ্যবশত ও শাহেনশাহর ছেলে জয় শাহ।'
If it was any non bjp leader who refused to hold the Indian Flag, the whole of BJP IT Wing would have called Anti National and the Godi Media would have day long debates on it ....
Luckily its Shahenshah's Son Jay Shah pic.twitter.com/zPZStr2I3D— krishanKTRS (@krishanKTRS) August 28, 2022
এমন একটা হাইভোল্টেজ ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বদলে প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন বোর্ড সচিব। জয় শাহের এমন আচরণে স্বভাবতই ক্ষুব্ধ নেটপাড়া। যদিও বোর্ড সচিব এই ইস্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
Why did Jay Shah refuse to hold the Tricolor. Why such disdain towards the Indian flag? #INDvPAK pic.twitter.com/sjLn1eJ1wI
— Gaurav Pandhi (@GauravPandhi) August 28, 2022
ম্যাচে ভুবনেশ্বর কুমার (Bhuvneswar Kumar), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বোলিংয়ের দাপটে ১৪৭ রানে গুটিয়ে যায় পাক ইনিংস। তবে লক্ষ্য ১৪৮ হলেও, ভারতের জয় সহজে আসেনি। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) 'সেট' হয়ে ফিরে যাওয়ার পর ম্যাচে ফিরে এসেছিল পাকিস্তান। যদিও প্রবল চাপে চুপসে না গিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন হার্দিক। শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে ম্যাচ জেতান এই অলরাউন্ডার। ফলে মহারণের সেরাও হলেন তিনি। যদিও এমন জয়ের পরেও জয় শাহের আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা।