IND vs ENG: Rohit Sharma র সেঞ্চুরি, উচ্ছ্বসিত Virat Kohli, রইল ভাইরাল ভিডিয়ো
কোহলির হাসি বলে দিচ্ছে তিনি সতীর্থের সাফল্যে কতটা খুশি!
নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মার (Rohit Sharma) দীর্ঘ ৮ বছরের টেস্ট সেঞ্চুরির খরা কেটেছে কেনিংটন ওভালে। তাঁর ঝকঝকে ১২৭ রানের ইনিংসের সৌজন্যে ভারত তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১৭১ রানে লিড নিতে পেরেছে। এর আগে রোহিতের সাতটি টেস্ট সেঞ্চুরিই ছিল ঘরের মাঠে। এই প্রথম বিদেশের মাটিতে শতরান পেলেন হিটম্যান। রোহিতের ইনিংসে মোহিত হয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)। ড্রেসিংরুমে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিরাট। তাঁর প্রতিক্রিয়াই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
আরও পড়ুন: Oval Test: বিদেশে মাটিতে প্রথম সেঞ্চুরি রোহিতের, দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক ভারতের
— Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
২০১৯ বিশ্বকাপের সময় বিরাট ও রোহিতের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল মিডিয়ায়। বিভিন্ন মুখরোচক খবর ছড়িয়ে পড়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে। বলা হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে এক 'সংঘাত' বিদ্যমান। এমনকী দলের মধ্যে দু'টি ভিন্ন লবি চলে বলেও খবর হয়েছিল। বাস্তবে বিরাট-রোহিতের দারুণ সম্পর্কের প্রতিফলনই ফুটে ওঠে মাঠে। একে-অপরকে তাতানো বা সাফল্য ভাগ করে নেওয়ায় দুজনের আচরণই প্রকৃত সতীর্থের মতো।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)