Ind vs Eng: বিশ্বের সবচেয়ে বড় Stadium ভারতে, মাঠে ঢুকেই হা তারকা ক্রিকেটাররা
এক লাখ দশ হাজার দর্শক খেলা দেখতে পারবেন এখানে।
নিজস্ব প্রতিবেদন- Ahmedabad-এর Motera এখন বিশ্বের সব থেকে বড় Stadium. এক লাখ দশ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে সেখানে। এই খবর পুরনো। ক্রিকেটভক্তরা জানেন এসব তথ্য। ক্রিকেটাররাও এতদিন পর্যন্ত সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া মারফত বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে সব তথ্য পেয়েছেন। তবে এবার তাঁরা সেই স্টেডিয়ামে প্রবেশ করলেন। ফলে এই অনুভূতি ছিল একেবারে আলাদা। Ind vs Eng সিরিজের তৃতীয় টেস্ট ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু। তার আগে মোতেরায় ঢুকে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা রীতিমতো হা হলেন।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন (Kevin Pietersen) টুইটে লিখেছেন, পরের ম্যাচ এই অসাধারণ মাঠে। আহমেদাবাদের এই স্টেডিয়াম দেখে হা হয়ে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। এক লাখ দশ হাজার দর্শক এখানে বসে খেলা দেখতে পারবেন। স্বপ্নের মঞ্চ যেন! England- এর পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) একটি ভিডিয়ো শেয়ার করে টুইটারে লিখলেন, ক্রিকেটের সব থেকে বড় স্টেডিয়াম দেখে আমি আপ্লুত। এক লাখ দশ হাজার দর্শক খেলা দেখতে পারবেন এখানে। ইংল্যান্ড দলের আরেক তারকা বেন স্টোকসও মোতেরার প্রথম দর্শনে অবাক।
আরও পড়ুন- India vs England: ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য তরুণদের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর
My goodness!
How spectacular does this stadium look for the next Test match in Ahmedabad?!
110K capacity.A Theatre Of Dreams! pic.twitter.com/kLfqvdX3J6
— Kevin Pietersen (@KP24) February 19, 2021
1st look at Cricket’s largest stadium 110,000 capacity pretty impressive pic.twitter.com/TvkPmti8y5
— Stuart Broad (@StuartBroad8) February 19, 2021
Fantastic to be at the new facility in Motera, great to see such world class facilities for cricket in Ahmedabad. Looking forward to taking the field here on 24th. @BCCI @JayShah pic.twitter.com/d15O7afdeB
— Rishabh Pant (@RishabhPant17) February 19, 2021
Eagerly waiting to step out and play at the impressive Motera!
Congratulations to @JayShah and the @GCAMotera team on building a fantastic stadium!#indvseng #pinkballtest pic.twitter.com/JWCTwKHZqq
— cheteshwar pujara (@cheteshwar1) February 20, 2021
মোতেরার ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেখার পর অবাক ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থও (Rishabh Pant)। ভারতীয় দলের আরেক তারকা হার্দিক পান্ডিা বলেছেন, আমি আজ পর্যন্ত এমন স্টেডিয়াম দেখিনি যেখানে ড্রেসিংরুমের সঙ্গে জিম জুড়ে দেওয়া হয়েছে। এখানে খেলতে নামার জন্য অপেক্ষা করছি। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি বুঝতেই আমাদের এক ঘণ্টা সময় লেগেছে। গর্ব হচ্ছে যে এমন স্টেডিয়াম ভারতে রয়েছে।