Ind vs Eng: তৃতীয় দিনের প্রথম ওভারেই অস্বাভাবিক রান আউট পূজারা, দেখুন ভিডিয়ো
প্রথম টেস্টের প্রথম ইনিংসেও দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন চেতেশ্বর পুজারা।
নিজস্ব প্রতিবেদন- দুর্ভাগ্য কিছুতেই যেন পিছু ছাড়ছে না ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার। চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার অদ্ভূতভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরতে হল পূজারাকে। সোমবার চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের (2nd Test) তৃতীয় দিনের প্রথম ওভারেই মইন আলির একটি বল এগিয়ে এসে মারতে গেলে শর্ট লেগে অলি পোপের হাতে বল চলে যায়। পোপ বল উইকেটের দিকে ছুঁড়লেও পূজারা খুব সহজেই ক্রিজে ফিরে আসছিলেন। কিন্তু হঠাৎই ক্রিজের ঠিক আগে পিচের উপর তাঁর ব্যাট আটকে যায় এবং হাত থেকে পড়ে যায়। তিনি পা ক্রিজের ভিতর ঢোকালেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। বল হাতে উইকেট ভেঙে দেন ফোকস্।
আরও পড়ুন- পরিকাঠামোর জন্যই ভারত বিশ্বক্রিকেটকে শাসন করছে: Imran Khan
Bad Luck
Bad Luck Pro
Pujara Run-out#INDvENG @cheteshwar1 pic.twitter.com/fcJ0BYjuOI
— Chikmaya Kumar Dash (@ckdash045) February 15, 2021
প্রথম টেস্টের (Chennai Test) প্রথম ইনিংসেও দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন চেতেশ্বর পুজারা (Cheteswar Pujara)। একটি শর্ট বলকে তিনি নিখুঁত পুল করেন। কিন্তু বলটি ফরওয়ার্ড শর্ট লেগের ফিল্ডারের গায়ে লেগে মিড উইকেটের হাতে সহজ ক্যাচ চলে যায়। Twitter-এ এরপর সঞ্জয় মঞ্জরেকর থেকে বিভিন্ন আইপিএলের দল তাঁর আউট হওয়ার ধরণ নিয়ে টুইট করেন। তবে পূজারার যে কপাল খারাপ তা মেনে নেন প্রায় প্রত্যেকেই।