Mohammed Shami: কোন ছকে হল অজি সংহার? জানিয়ে দিলেন মহম্মদ শামি
Ind vs Aus 1st ODI: ওয়ানডে ফরম্যাট আকর্ষণীয় করার জন্য কয়েকদফা পরামর্শ দিয়েছেন সচিন তেনডুলকর । স্পিনারদের সঙ্গে কথা বলার পরে মাস্টার ব্লাস্টারের মনে হয়েছে, বৃত্তের ভিতরে পাঁচ জন ফিল্ডার রেখে বল করাটা চ্যালেঞ্জ বোলারদের কাছে। স্বাধীনতা থাকে না বোলারদের। ব্যাটারদের ভুলের অপেক্ষায় থাকতে হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কা (Sri Lanka), নিউজিল্যান্ডের (New Zealand) পর এবার অস্ট্রেলিয়া (Australia)। মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে পেসে কুপোকাত বিপক্ষ। অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) ৫ উইকেটে জয়ে বড় ভূমিকা নিয়েছেন 'সহেসপুর এক্সপ্রেস'। ১৭ রানে ৩ উইকেট নিয়ে ভেঙে দিয়েছিলেন স্টিভ স্মিথের (Steve Smith) দলের ব্যাটিং। আর ম্যাচ শেষ হতেই সতীর্থ মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে আড্ডায় মেতে উঠলেন এই অভিজ্ঞ জোরে বোলার। বিসিসিআই-এর (BCCI) টুইটারে সেই আলাপচারিতা পোস্ট করা হল।
শামি বলেন, "আমার প্ল্যান খুবই সাদামাটা থাকে। আমি শুধু সিম সোজা রেখে এবং লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে যাই। সঙ্গে থাকে গতি। এটাই আমার বোলিংয়ের অন্যতম হাতিয়ার।"
— BCCI (@BCCI) March 18, 2023
সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফির তিনটি টেস্ট খেলেছিলেন। এরপর আবার একদিনের সিরিজ খেলতে নেমে যাওয়া। ৩৩ বছরের শামি কীভাবে নিজের ফিটনেস বজায় রাখছেন। কিংবা কীভাবে নিজের ওয়ার্কলোড নিয়ে কাজ করে চলেছেন? তাঁর প্রতিক্রিয়া, "আহমেদাবাদ টেস্টের পর এক-দুই দিনের বিশ্রাম প্রয়োজন ছিল। টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয়ে অনেকবার আলোচনাও হয়েছে। কারণ এই মুহূর্তে আমি তিনটি ফরম্যাট চুটিয়ে খেলছি। তাছাড়া আইপিএল ছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ব টেস্ট ফাইনাল ও বিশ্বকাপ রয়েছে। তাই চোট থেকে বাঁচতে ওয়ার্কলোড নিয়ে ভাবনাচিন্তা করা খুবই জরুরী।"
— BCCI (@BCCI) March 17, 2023
এদিকে একদিনের ফরম্যাটকে আরও আকর্ষণীয় করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন সচিন তেনডুলকর (Sachin Tendulkar)। স্পিনারদের সঙ্গে কথা বলার পরে মাস্টার ব্লাস্টারের মনে হয়েছে, বৃত্তের ভিতরে পাঁচ জন ফিল্ডার রেখে বল করাটা চ্যালেঞ্জ বোলারদের কাছে। স্বাধীনতা থাকে না বোলারদের। ব্যাটারদের ভুলের অপেক্ষায় থাকতে হয়।
শামিও তেমনটাই মনে করেন। তাই যোগ করলেন, "সাদা বলের ফরম্যাটে বেশ কিছু জিনিস বোলারদের বিপক্ষে যায়। আমরা ঘরে বা বাইরে যেখানেই খেলি না কেন, সমস্যা হয় না। আমাদের দল নিয়েও কোনও প্রশ্নচিহ্ন নেই। যে কোনও পরিস্থিতিতে আমরা সবার আগে। আমরা ওদের ঘরে গিয়ে হারিয়ে এসেছি, আমাদের ঘরের মাঠে ওদের নিয়ে চিন্তা করার কিছু নেই।"