সুপার কাপে ইস্ট-মোহনের প্রতিপক্ষ কারা? জেনে নিন
প্রথম সুপার কাপের আসর বসতে চলেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
ওয়েব ডেস্ক: আই লিগ এবং আইএসএলের দলগুলিকে নিয়ে একসঙ্গে এবার হতে চলেছে সুপার কাপ। প্রথম সুপার কাপের আসর বসতে চলেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। সোমবার সুপার কাপের মূলপর্বের ড্র অনুষ্ঠান হয়ে গেল। সুপার কাপের বিস্তারিত সূচি জেনে নিন...
Hero Super Cup fixture is out!! We have our match on 6th April,18 against the @KeralaBlasters #KBFCvNFC pic.twitter.com/DslW2LwTO8
— Neroca FC (@NerocaFC) March 12, 2018
# যোগ্যতা পর্ব
কোয়ালিফায়ার-১ : দিল্লি ডায়ানামোজ বনাম চার্চিল ব্রাদার্স (১৫ মার্চ,২০১৮)
কোয়ালিফায়ার-২ : নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম গোকুলাম (১৫ মার্চ,২০১৮)
কোয়ালিফায়ার-৩ : মুম্বই সিটি এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোজ (১৬ মার্চ,২০১৮)
কোয়ালিফায়ার-৪ : এটিকে বনাম চেন্নাই সিটি এফসি (১৬ মার্চ,২০১৮)
# মূলপর্ব (প্রি-কোয়ার্টার ফাইনাল)
চেন্নাইয়ন এফসি বনাম আইজল এফসি (৩১ মার্চ,২০১৮)
বেঙ্গালুরু এফসি বনাম কোয়ালিফায়ার-২ (১ এপ্রিল,২০১৮)
কোয়ালিফায়ার-১ বনাম মোহনবাগান (১ এপ্রিল,২০১৮)
জামশেদপুর এফসি বনাম মিনার্ভা পঞ্জাব এফসি (২ এপ্রিল,২০১৮)
এফসি গোয়া বনাম কোয়ালিফায়ার-৪ (৩ এপ্রিল,২০১৮)
এফসি পুণে সিটি বনাম শিলং লাজং (৪ এপ্রিল,২০১৮)
কোয়ালিফায়ার-৩ বনাম ইস্টবেঙ্গল (৫ এপ্রিল,২০১৮)
কেরালা ব্লাস্টার্স বনাম নেরোকা এফসি (৬ এপ্রিল, ২০১৮)
# সেমিফাইনাল
প্রথম সেমিফাইনাল (১৬ এপ্রিল, ২০১৮)
দ্বিতীয় সেমিফাইনাল (১৭ এপ্রিল, ২০১৮)
# ফাইনাল (২০ এপ্রিল, ২০১৮)
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়