AUS vs IND: রোহিত-বুমরাহদের ছাড়া সিরিজ জিতে তৃপ্ত কোহলি
এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে বিরাট কোহলি খুশি রোহিত শর্মা জশপ্রীত বুমরাহকে ছাড়া সিরিজ জেতায়।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হারের বদলা টি-টোয়েন্টি সিরিজে নিয়ে নিল কোহলি এন্ড কোম্পানি। এক ম্যাচ বাকি থাকতেই কুড়ি-বিশের সিরিজ পকেটে পুরে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি। রোহিত শর্মা নেই, রবিবার প্রথম এগারোতে ছিলেন না জশপ্রীত বুমরাহ। তারপরও সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে তৃপ্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে বিরাট কোহলি খুশি রোহিত শর্মা জশপ্রীত বুমরাহকে ছাড়া সিরিজ জেতায়। ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জেতার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, "এই সিরিজ জয় একেবারে আলাদা ব্যাপার। আমরা দল হিসেবে খেলেছি। সাদা বলে আমাদের দুজন প্রতিষ্ঠিত ক্রিকেটার রোহিত শর্মা আর জশপ্রীত বুমরাহকে ছাড়াই আমরা জিতলাম। এটাই আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে।"
Amazing game of cricket. Well done boys pic.twitter.com/IUqiiXNTkj
— Virat Kohli (@imVkohli) December 6, 2020
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পরই নয়া নজির গড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়লেন কোহলি।
আরও পড়ুন - অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া, ক্যাপ্টেন কোহলির বিরাট নজির