শিল্ড শুরু মার্চে, ক্রীড়াসূচি ঘোষিত

মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। এবার শিল্ডের গ্রুপ লিগের ম্যাচগুলি হবে কল্যাণী ও শিলিগুড়িতে। গ্রুপ লিগের ম্যাচগুলি ইস্টবেঙ্গল খেলবে শিলিগুড়িতে। আর মোহনবাগান খেলবে কল্যাণীতে। চৌঠা মার্চ শিলিগুড়িতে লাজং এফসি-র বিরুদ্ধে শিল্ডের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এবার একনজরে দেখে নেব দুই প্রধানের শিল্ডের ক্রীড়াসূচি।

Updated By: Feb 16, 2013, 10:49 PM IST

মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। এবার শিল্ডের গ্রুপ লিগের ম্যাচগুলি হবে কল্যাণী ও শিলিগুড়িতে। গ্রুপ লিগের ম্যাচগুলি ইস্টবেঙ্গল খেলবে শিলিগুড়িতে। আর মোহনবাগান খেলবে কল্যাণীতে। চৌঠা মার্চ শিলিগুড়িতে লাজং এফসি-র বিরুদ্ধে শিল্ডের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এবার একনজরে দেখে নেব দুই প্রধানের শিল্ডের ক্রীড়াসূচি।

ইস্টবেঙ্গলের ম্যাচ--(সব ম্যাচ শিলিগুড়িতে)
৪ মার্চ-- লাজং এফসি, ৭ মার্চ-- মুক্তিযোদ্ধা, ৯ মার্চ-- প্রয়াগ ইউনাইটেড।।

মোহনবাগানের ম্যাচ-- (সব ম্যাচ কল্যাণীতে)
৬ মার্চ-- পৈলান অ্যারোজ, ৮ মার্চ-- পুণে এফসি, ১০ মার্চ-- সাপ্রিসা (কোস্টারিকার ক্লাব)

 
আইলিগ ও এএফসি কাপের ম্যাচের জন্য সেমিফাইনাল ও ফাইনালের তারিখ চূড়ান্ত হয়নি। তবে সম্ভবত ফাইনাল হবে ১৯ মার্চ। ফাইনালটি যুবভারতীতে ফ্লাডলাইটে করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। একটি সেমিফাইনাল হবে যুবভারতীতে। অপরটি হবে শিলিগুড়িতে।এবার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে পঁচিশ লক্ষ টাকা। এছাড়া পুরস্কৃত করা হবে সেরা কোচ ও সেরা ফুটবলারকে।

.