Virat Kohli | Sunil Gavaskar: বিরাটের থেকে ২০ মিনিট চাইলেন সুনীল গাভাসকর
অফ স্টাম্পের বাইরে যাওয়া ডেলিভারিতে বিরাটের দুর্বলতা যেমন ফুটে উঠছে, ঠিক তেমন ভাবেই বিরাট কিন্তু সেট হচ্ছেন। ক্রিজে এসে কয়েকটা বল খেলার পরেই মনে হচ্ছে, এ বার খরা মিটতে চলেছে। কিন্তু ক্ষণিকের ভুলে সব হিসেব বদলে যাচ্ছে। আসলে কি এটা বিরাটের মানসিক সমস্যা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছন্দহীন বিরাট কোহলির (Virat Kohli) থেকে মাত্র ২০ মিনিট সময় চাইলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিন বছর কেটে গিয়েছে। টেস্ট ও একদিনের ফরম্যাটে বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান নেই। এমনকি গত দেড় বছরের বেশি সময় ধরে একাধিকবার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন বিরাট। বার বার সেট হয়েও ছুঁড়ে এসেছেন নিজের উইকেট। 'কিং কোহলি'-কে নিয়ে চলছে অবিরাম সমালোচনা। আর তাই বিরাটকে পুরনো আগ্রাসী মেজাজে দেখার জন্য তাঁকে পরামর্শ দিতে চাইলেন 'লিটল মাস্টার'।
প্রবাদপ্রতিম সানি বলেন, "যদি আমি ওর সঙ্গে মাত্র ২০ মিনিট কাটাতে পারি, তাহলে বেশ কিছু উপদেশ দেব। যেগুলো অনুসরণ করলে বিরাট উন্নতি করতেও পারে। আমার উপদেশ বিরাটকে সাহায্য করবে, এমনটা বলে দেওয়া সম্ভব নয়। তবে অফ স্টাম্পের বাইরের বল কী ভাবে খেলা উচিত সেটা নিয়ে পোস্টমর্টেম হতেই পারে।"
সিনিয়র গাভাসকর আরও যোগ করেছেন, "আমি নিজেও ওপেন করতাম। অফ স্টাম্পের বাইরের বল কী ভাবে খেলা উচিত এবং সেই ডেলিভারিগুলো খেলতে গেলে কোন কোন সমস্যা ভোগ করতে হয়, সেটা ভালভাবে জানি। বিরাটের সঙ্গে সেটা নিয়েই কথা বলতে চাই। মাত্র ২০ মিনিট সময় পেলে আমাদের মধ্যে এই ইস্যু নিয়ে আলোচনা হতেই পারে।"
অফ স্টাম্পের বাইরে যাওয়া ডেলিভারিতে বিরাটের দুর্বলতা যেমন ফুটে উঠছে, ঠিক তেমন ভাবেই বিরাট কিন্তু সেট হচ্ছেন। ক্রিজে এসে কয়েকটা বল খেলার পরেই মনে হচ্ছে, এ বার খরা মিটতে চলেছে। কিন্তু ক্ষণিকের ভুলে সব হিসেব বদলে যাচ্ছে। আসলে কি এটা বিরাটের মানসিক সমস্যা?
টেস্টে প্রথম দশ হাজার শিকারী গাভাসকর বলছেন, "প্রতিবার ও ব্যাট করতে নামলে মনে হচ্ছে এ বার আর পুরনো ভুল করবে না। কিন্তু বিরাট বার বার একই ভুল করে যাচ্ছে। বোলারদের ফাঁদে পা দিচ্ছে। এটা মানসিক সমস্যা হতেই পারে। কারণ ওর সমসাময়িক সবাই রান পাচ্ছে। অথচ বিরাট প্রতিবার শুরু করেও শেষটা ভাল করতে পারছে না। মানসিক সমস্যা তো হতেই পারে।"
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট হারলেও, সীমিত ওভারের সিরিজ জিতেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবে বিরাট নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন কোথায়! যদিও ব্যাটে রান না থাকলেও আসন্ন ক্যারিবিয়ান সফরে বিশ্রাম নিয়েছেন তিনি। সানি অবশ্য মনে করেন এতে কোনও ক্ষতি নেই।
তিনি শেষে যোগ করেন, "এই বিশ্রাম ওর রাজকীয় কামব্যাক ঘটাতেই পারে। বিরাট যে স্তরের ব্যাটার, তাতে আরও কয়েকটি ম্যাচে রান না পেলেও চিন্তা করতে হবে না। দেশের হয়ে ৭০টি শতরান করেছে। তাই ওর প্রতি ভরসা রাখা উচিত।"
৭৩ বছরে পা দেওয়া সানি তাঁর থেকে অনেক কম বয়স বিরাটের উন্নতির জন্য এগিয়ে আসতে চান। বিরাট কি সিনিয়র গাভাসকরের সঙ্গে দুরত্ব মিটিয়ে মিটিয়ে দরজা খুলে দেবেন? সেটা অবশ্য সময় বলবে।
আরও পড়ুন: Virat Kohli on Ben Stokes: স্টোকসই টক্কর দেওয়া সেরা লড়াকু প্রতিপক্ষ, বলে দিলেন বিরাট কোহলি
আরও পড়ুন: Ben Stokes: স্টোকসহীন একদিনের ক্রিকেট! বড় ঘোষণা করলেন অলরাউন্ডার