ICC World Cup 2023: ৫০ ওভারের বিশ্বকাপ নতুন কেন নতুন আঙ্গিকে আয়োজন করার প্রস্তাব দিলেন রবি শাস্ত্রী? জানতে পড়ুন

টেস্ট ক্রিকেটই যে বাইশ গজের যুদ্ধের ‘আসল’ মঞ্চ সেটা মনে করিয়ে দিতে ভোলেননি শাস্ত্রী। তাঁর কথায়, "টেস্ট ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে। পাঁচদিনের ফরম্যাটকে তাই বাড়তি গুরুত্ব দেওয়া উচিত।" 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 14, 2023, 08:06 PM IST
ICC World Cup 2023: ৫০ ওভারের বিশ্বকাপ নতুন কেন নতুন আঙ্গিকে আয়োজন করার প্রস্তাব দিলেন রবি শাস্ত্রী? জানতে পড়ুন
নতুন প্রস্তাব দিলেন রবি শাস্ত্রী। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের অক্টোবর-নভেম্বর দেশের মাটিতে আয়োজিত হবে বিশ্বকাপ (ICC World Cup 2023)। এর আগে ৫০ ওভারের বিশ্বকাপে ওভার কমানোর পক্ষে সওয়াল করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। বিশ্বকাপে ৫০ ওভারের বদলে ৪০ ওভারের ম্যাচ হওয়া উচিত বলে মনে করেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেড কোচ। একদিনের ক্রিকেটের ফরম্যাটের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন শাস্ত্রী। 

শাস্ত্রী বলেন, "একদিনের ক্রিকেটকে বাঁচানোর জন্য ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভারের ম্যাচ করা উচিত।" এই প্রসঙ্গে ১৯৮৩-এর বিশ্বকাপের প্রসঙ্গও টেনেছেন শাস্ত্রী। তিনি ফের যোগ করেছেন, "১৯৮৩ সালে আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখন ৬০ ওভারের ম্যাচ ছিল। কিন্তু ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ধরে রাখতেই পরবর্তীতে সেটা ৫০ ওভারে নামিয়ে আনা হয়। এখন সময় এসেছে এই ফরম্যাটকে ৪০ ওভার করানোর।" 

আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2023: চোট পাওয়া শ্রেয়সের বদলে কেকেআর-এর সম্ভাব্য পাঁচ অধিনায়ক কে? ছবিতে দেখুন

আরও পড়ুন: Jasprit Bumrah: কীভাবে ফের কামব্যাক করতে পারবেন বুমরা? বড় বার্তা দিলেন ব্রেট লি

একইসঙ্গে ক্রিকেটের স্বার্থে দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমানোর পক্ষেও সওয়াল করেছেন শাস্ত্রী। তাঁর প্রতিক্রিয়া, "টি-টোয়েন্টি ফরম্যাট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার আসল চাবিকাঠি। ক্রিকেটের মূল আকর্ষণ এখন এই ফরম্যাটকে ঘিরেই আবর্তিত হয়। তবে সাদা বলের ফরম্যাটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজ যত কমানো হবে, ততই সেটা ক্রিকেটের জন্য মঙ্গলজনকভাবে। সারা বিশ্বে নানা লিগ রয়েছে, এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের অগ্রগতি সম্ভব। সেই লিগগুলোর পাশাপাশি ওডিআই বিশ্বকাপ আয়োজন হোক। সঙ্গে কিছু দ্বিপাক্ষিক সিরিজ। বিশ্বকাপের আগে হলে সেই সিরিজের আকর্ষণ আরও বাড়বে।" 

তবে টেস্ট ক্রিকেটই যে বাইশ গজের যুদ্ধের ‘আসল’ মঞ্চ সেটা মনে করিয়ে দিতে ভোলেননি শাস্ত্রী। তাঁর কথায়, "টেস্ট ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে। পাঁচদিনের ফরম্যাটকে তাই বাড়তি গুরুত্ব দেওয়া উচিত।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta Ap)

.