ICC World Cup 2019: এখনই আতঙ্কিত হওয়ার কিছু হয়নি! কিউইদের কাছে ওয়ার্ম-আপে হারার পর বললেন সচিন
প্রস্তুতি ম্যাচে সাধারণত টিম কম্বিনেশনের পাশাপাশি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি নজরে থাকে যে কোনও দলের।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া প্রথম ওয়ার্ম-আপ ম্যাচেই হেরেছে নিউ জিল্যান্ডের কাছে। কিউই পেসার দের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। আর এতেই অনেকে আশঙ্কার মেঘ দেখতে শুরু করে দিয়েছেন। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর অবশ্য বলছেন এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আসল টুর্নামেন্ট তো এখনও শুরু হয়নি। মাস্টারের মতে, প্রস্তুতি ম্যাচে সাধারণত টিম কম্বিনেশনের পাশাপাশি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি নজরে থাকে যে কোনও দলের।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওভালের ঘাসে ঢাকা উইকেটে একেবারেই সুবিধে করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। আর এতেই যেন গেল গেল রব উঠে গিয়েছে।সচিন বলছেন, "এক একটা ম্যাচ শেষেই আমি কোনও দলকে নিয়ে বিচার করি না। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে এসব হবেই।আর আসল প্রতিযোগিতা তো এখনও শুরু হয়নি।" সঙ্গে তিনি যোগ করেন, " আমি মনে করি আমাদের বিষয়টি নিজেদের আয়ত্বে করে নিতে হবে। তার জন্য একটা-দুটো ম্যাচ লাগে। বিশ্বকাপে কী ধরণের উইকেট পাবে তার একটা আভাস পাওয়া যাবে। আমি এতটুকুও আতঙ্কিত হইনি।"
আরও পড়ুন - বিশ্বকাপে ফিক্সিংয়ের আভাস! ১২ জন জুয়াড়িকে হুঁশিয়ারি দিল আইসিসি
এই প্রসঙ্গে সচিন টিম কম্বিনেশনের কথাও বলেছেন। তাঁর মতে, " অনেকসময়ই দলগুলি বিভিন্ন টিম কম্বিনেশন ঠিক করে। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো প্রথম একাদশ নিয়ে নিশ্চিত থাকে না। অনেক বোলার কিংবা ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়া হয়। আসল প্রথম একাদশ কেউই প্রকাশ করতে চায়না। আসলে বিভিন্ন টিম কম্বিনেশন তৈরি রাখাই প্রস্তুতি ম্যাচ গুলি খেলার মূল উদ্দেশ্য।"