২০২৩ সালের বিশ্বকাপ মাথায় রেখে অধিনায়ক হোন রোহিত শর্মা, মত প্রাক্তন ওপেনারের
বিশ্বকাপে ভারতের দল নির্বাচন ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর ভারতের অধিনায়ক বদলের দাবি তুলে দিলেন প্রাক্তন উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফর। মুম্বইকরের বক্তব্য, ২০২৩ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিন বর্তমানে দলের সহঅধিনায়ক।
বিশ্বকাপে ভারতের দল নির্বাচন ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশ্ন। যোগ্যতার ভিত্তিতে ক্রিকেটারদের নির্বাচন করা হয়নি বলে উঠছে অভিযোগ। দৈনিক জাগরণের প্রতিবেদনের দাবি, পছন্দের ক্রিকেটারদের দলে রাখছেন বিরাট কোহিল। অধিনায়কের মন জুগিয়ে চললেই দলে ঠাঁই পাকা। কেএল রাহুল বারবার ব্যর্থ হলেও সে কারণেই সুযোগ পাচ্ছেন। কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণকে নিয়েও না-খুশ দলের অধিকাংশ ক্রিকেটার। রোহিত ও বিরাটের গোষ্ঠীদ্বন্দ্বও দলে প্রকট।
এমতাবস্থায় অধিনায়ক বদলের দাবি করলেন জাফর। টুইটারে তিনি লিখেছেন, সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব কি রোহিত শর্মার হাতে তুলে দেওয়ার সময় এসেছে? আমি চাই, ২০২৩ বিশ্বকাপ ভারতকে নেতৃত্ব দিন রোহিত'।
Is it time to hand over white ball captaincy to Rohit Sharma?
I would like him to lead India in 2023 World Cup— Wasim Jaffer (@WasimJaffer14) July 12, 2019
বিশ্বকাপে দলের ব্যর্থতা নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি। মূলত দল নির্বাচন নিয়ে পর্যালোচনা হওয়ার কথা। কোন যুক্তিতে চার নম্বরে রায়াডুকে বসানো হল? তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। এর মধ্যে আবার প্রকাশ্যে এসেছে দলের অন্তর্দ্বন্দ্ব। ফলে গোটা বিষয়টি এবার খতিয়ে দেখতে পারে প্রশাসক কমিটি। বলে রাখি, কোচ রবি শাস্ত্রীর অপসারণের দাবিও করেছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন- দু'সপ্তাহে তিনটি সোনা জয়, আন্তর্জাতিক মঞ্চে কামাল করছেন হিমা দাস