ICC Women's World Cup, AUSWvsENGW: প্রতিযোগিতার সেরা পুরস্কার নিতে চাইছেন না Alyssa Healy! কিন্তু কেন?

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৯ ম্যাচে ৫০৯ রান করেছেন অ্যালিসা। সর্বোচ্চ ফাইনালে ১৭০। সঙ্গে রয়ছে দু’টি শতরান ও দু’টি অর্ধশতরান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন রেচেল। ৯ ম্যাচে ৪৯৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৩০। একটি শতরানের সঙ্গে তিনটি অর্ধশতরান করেছেন তিনি।   

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 3, 2022, 04:32 PM IST
ICC Women's World Cup, AUSWvsENGW: প্রতিযোগিতার সেরা পুরস্কার নিতে চাইছেন না Alyssa Healy! কিন্তু কেন?
বিশ্বকাপ হাতে ম্যাচের সেরা অ্যালিসা হিলি। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদন: মহিলা ক্রিকেটে ফের আধিপত্য বজায় রেখে সপ্তমবার বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া (Australia Women) । মেগা ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England Women) ৭১ রানে হারিয়ে ফের একবার বিশ্বজয়ী হল অজি প্রমীলাবাহিনী। দুরন্ত শতরান করে ফাইনালে নজর কাড়লেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। ফাইনালে ১৩৮ বলে ১৭০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন অ্যালিসা। ৮৮ মিনিট ক্রিজে থেকে তাঁর এই মহাকাব্যিক ইনিংস ২৬টি চার দিয়ে সাজানো ছিল। স্বভাবতই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। সেই সঙ্গে এ বারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকও তিনি। তাই প্রতিযোগিতার সেরার পুরস্কারও এসেছে মিচেল স্টার্কের (Mitchell Starc) স্ত্রীর ঝুলিতে। কিন্তু তিনি নন, বরং তাঁর সতীর্থ রেচেল হেইনেস (Rachael Haynes) এই পুরস্কারের যোগ্য বলে মনে করেন এই ব্যাটার-উইকেটকিপার।  

ম্যাচের শেষে পুরস্কার হাতে নিয়ে অ্যালিসা বলেন, "বিশ্বকাপ জেতার আনন্দ আলাদা। জীবনের সেরা মুহূর্ত। এমন একটা মুহূর্তের অপেক্ষায় আমরা সবাই ছিলাম। গোটা প্রতিযোগিতা জুড়ে আমরা ভাল খেলেছি। তবে ফাইনালে এমন ইনিংস খেলতে পারব সেটা স্বপ্নেও কোনও ভাবিনি। এই ম্যাচে রেচেলের সঙ্গে আমার জুটিটা খুব ভাল হয়েছে। আমার থেকে বিশ্বকাপের সেরার পুরস্কারের বেশি যোগ্য রেচেল। কারণ আমি শেষ দু’টো ম্যাচে খেলেছি। রেচেল পুরো প্রতিযোগিতা জুড়ে ভাল খেলেছে।" 

Alyssa Healy, Rachael Haynes

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৯ ম্যাচে ৫০৯ রান করেছেন অ্যালিসা। সর্বোচ্চ ফাইনালে ১৭০। সঙ্গে রয়ছে দু’টি শতরান ও দু’টি অর্ধশতরান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন রেচেল। ৯ ম্যাচে ৪৯৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৩০। একটি শতরানের সঙ্গে তিনটি অর্ধশতরান করেছেন তিনি। 

বিশ্বকাপের ফাইনালের আগে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৯ রান করেন অ্যালিসা। তবে গ্রুপ পর্বে নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি স্টার্কের স্ত্রী। মাত্র দু’টি অর্ধশতরান করেছিলেন। অন্য দিকে প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে খেলেছেন রেচেল। সেমিফাইনালে ৮৫ ও ফাইনালে ৬৮ রান করেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩০ রান করেছিলেন তিনি। প্রতিযোগিতার প্রথম ম্যাচে গত বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে অনেকটা আত্মবিশ্বাস পান মেগ ল্যানিংরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। তাই সতীর্থ রেচেলকে বাহবা দিয়ে এগিয়ে রাখলেন অ্যালিসা। 

আরও পড়ুন: ICC Women's World Cup, AUSWvsENGW: দুরন্ত Alyssa Healy, England-কে ৭১ রানে হারিয়ে সপ্তমবার কাপ হাতে তুলল Australia

আরও পড়ুন: ICC Women's World Cup, AUSWvsENGW: ফাইনালে শতরান, স্বামী Mitchell Starc-এর বাহবা পেলেন স্ত্রী Alyssa Healy

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.