Richa Ghosh, ICC Womens T20 World Cup 2023: পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে হুঙ্কার দিলেন বঙ্গতনয়া রিচা

ধারে ও ভারে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া (Australia Womens T20 Team)। পাঁচবারের কাপ জয়ী দল, এই নিয়ে পরপর দু'বার বিশ্বজয়ী হয়েছে। এরমধ্যে আবার ২০২০ সালে ভারতকে হারিয়েই ট্রফি জিতেছিল অজিরা। 

Updated By: Feb 22, 2023, 08:04 PM IST
Richa Ghosh, ICC Womens T20 World Cup 2023: পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে হুঙ্কার দিলেন বঙ্গতনয়া রিচা
অজিদের হুঙ্কার দিলেন রিচা ঘোষ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধারে ও ভারে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া (Australia Womens T20 Team)। পাঁচবারের কাপ জয়ী দল, এই নিয়ে পরপর দু'বার বিশ্বজয়ী হয়েছে। এরমধ্যে আবার ২০২০ সালে ভারতকে হারিয়েই ট্রফি জিতেছিল অজিরা। এহেন দল ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র ৪২টি ম্যাচ খেলেছে। হার মাত্র চার ম্যাচে। ফলে শীর্ষে থাকা অজিদের বিরুদ্ধে চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Womens T20 World Cup 2023) সেমি ফাইনাল যে ভারতের কাছে বদলার ম্যাচ, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। এদিকে ভারতীয় দলের (Indian Womens T20 Team) মারকুটে উইকেটকিপার রিচার ঘোষের (Richa Ghosh) দাবি, হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বে এই ভারতের মহিলা দল চাকা ঘুরিয়ে দিতে পারবে। 

মেগা সেমি ফাইনালে নামার আগে সাংবাদিক বৈঠকে এসে রিচা বলেন, "আমরা অস্ট্রেলিয়াকে হারাতেই পারি। অনেকেই ওদের ইতিমধ্যেই জয়ী ঘোষণা করে দিয়েছে। বাস্তব কিন্তু এমনটা নয়। আমাদের দেশে তো ওদের হারিয়েছি। তাহলে এবার কেন অহেতুক চাপ নেব! ওরা শক্তিশালী দল হলেও, আমাদের কিন্তু হারানোর ক্ষমতা আছে। " 

আরও পড়ুন: Bjorn Borg: অপমানিত টেনিস লেজেন্ড! ত্যাগ করলেন মুখ্যমন্ত্রীর মঞ্চ, কিন্তু কেন?

আরও পড়ুন: Prithvi Shaw Controversy: পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ করলেন স্বপ্না গিল

ধারাবাহিকতা বজায় রেখে এবারও দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। লিগ পর্বের সব ম্যাচেই জয় পেয়েছে অজিরা। সেখানে ভারতীয় দল কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। তবে ভারত একটি ম্যাচ লিগে হারলেও, রিচা দারুণ ছন্দে রয়েছেন। তবে চিন্তার কারণ দলের দুই তারকা হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানা নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। সেই প্রসঙ্গে রিচা বলেন, "আমরা প্রতি মুহূর্তেই উন্নতি করছি। এবং খেলার ফলাফল যাই হোক, আমরা মানসিক দিক থেকে শক্তিশালী আছি। সেটা মাঠেই বুঝিয়ে দিতে চাই।" 

যদিও ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করে বলছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কাজটা খুব কঠিন হবে। যদিও শেষ চারে ভারতের ছাড়পত্র জোগার করা প্রশংসার যোগ্য বলে মনে করেন তিনি। নিজের ইউটিউবে চ্যানেলে আকাশ বলেছেন, ”আমাদের মেয়েরা সেমিফাইনালে পৌঁছেছে। সমস্যা হল আমাদের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার। কাজটা খুব সহজ নয়। এটা আমাদের জানা। কীভাবে এই হার্ডল টপকানো সম্ভব, তা নিয়ে পরে আলোচনা করব। তবে সেমিফাইনালে পৌঁছেছি এটাই প্রশংসার দাবি রাখে।”

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.