হ্যাপি বার্থ ডে সৌরভ: ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাল ICC
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। আজ ৪৮-এ পা দিলেন বাংলার মহারাজ।
নিজস্ব প্রতিবেদন: শশাঙ্ক মনোহরের ছেড়ে যাওয়া হটসিটে তিনিই কি বসবেন? আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান কি সৌরভ গাঙ্গুলি? পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে তিনি ভীষণভাবেই রয়েছেন সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আজ ৮ জুলাই সে আলোচনা দূরে সরিয়ে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। আজ ৪৮-এ পা দিলেন বাংলার মহারাজ। করোনা সংকটের মাঝে এবার জন্মদিনে কলকাতাতেই রয়েছেন সৌরভ গাঙ্গুলি।
Third-fastest to 10,000 ODI runs
Holds the record for the highest individual score in CWC for India
2003 ICC Men's @cricketworldcup runner-up
Captained India to 11 wins in 28 overseas TestsHappy birthday to one of most successful captains, Sourav Ganguly pic.twitter.com/7MJe1cXcVS
— ICC (@ICC) July 8, 2020
বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে আইসিসি-র টুইট। তাতে লেখা রয়েছে, "তৃতীয় দ্রুততম হিসেবে ওয়ান ডে-তে ১০,০০০ রান করেছিলেন। ভারতের হয়ে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৩ সালে আইসিসি বিশ্বকাপে রানার্স অধিনায়ক। বিদেশের মাটিতে ২৮ টি টেস্টে ভারতকে নেতৃত্বে দিয়ে ১১টিতে জিতেছিলেন.... ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। "
Wishing a very happy birthday to the most dynamic and visionary captain of his time. It’s a matter of immense pleasure to work with the man who took Indian cricket to new heights. Subho Janmodin @SGanguly99! pic.twitter.com/5Au67KmsF6
— Jay Shah (@JayShah) July 8, 2020
সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বোর্ড সচিব জয় শাহও। সেখানে ইংরেজি হরফে বাংলায় লিখেছেন শুভ জন্মদিন।
আরও পড়ুন - হ্যাপি বার্থ ডে ধোনি: জন্মদিনে পাপা-কে 'মিষ্টি' উপহার জিভার