টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত কবে; ডেডলাইন জানিয়ে দিল ICC

মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

Updated By: Apr 20, 2020, 01:15 PM IST
টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত কবে; ডেডলাইন জানিয়ে দিল ICC

নিজস্ব প্রতিবেদন: অগাস্ট মাসের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চায় না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে মেগা টুর্নামেন্ট এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা তুঙ্গে।

মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি-ও। সবদিক বিবেচনা করে অগাস্ট মাসে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে স্থানীয় আয়োজক কমিটি।

 

ক্রিকেটার, কোচ,কর্মকর্তা,ফ্যানদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তাঁদের কাছে অগ্রাধিকার পাচ্ছে বলে পরিষ্কার করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ফাঁকা মাঠে বিশ্বকাপ আয়োজনের বিকল্প ভাবনাও মাথায় রাখছে আইসিসি।

আরও পড়ুন - বিশ্বকাপজয়ী কোচ এখন বরোদা ক্রিকেট সংস্থার বড় দায়িত্বে

 

.