ICC U-19 World Cup 2020: ক্রিকেটে দুধের শিশু জাপানকে ১০ উইকেটে হারাল ভারত

পাঁচ জন জাপানি ব্যাটসম্যান শূন্য রান করেন।

Updated By: Jan 21, 2020, 07:04 PM IST
ICC U-19 World Cup 2020: ক্রিকেটে দুধের শিশু জাপানকে ১০ উইকেটে হারাল ভারত

নিজস্ব প্রতিবেদন:  অনূর্ধব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের ধারা অব্যাহত। মঙ্গলবার নবাগত জাপানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ। রবি বৈষ্ণই, কার্তিক ত্যাগী ও আকাশ সিংদের দাপুটে বোলিংয়ের সুবাদে ২২.৫ ওভারে ৪১ রানে অল আউট হয়ে যায় জাপানের অনূর্ধ্ব-১৯ দল। রবি ৪টি, কার্তিক ৩টি এবং আকাশ ২টি উইকেট নেন। জাপানের কোনও ব্য়াটসম্যানই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। সর্বোচ্চ রান ৭ করেন শু নোগুচি এবং কেন্তো দবেল। পাঁচ জন জাপানি ব্যাটসম্যান শূন্য রান করেন।

জবাবে কোনও উইকেট না হারিয়ে মাত্র ৪.৫ ওভারে ৪২ রান তুলে ফেলেন দুই ভারতীয় যুবা ব্যাটসম্যান। ২৯ রানে অপরাজিত থাকেন যশস্বী জসওয়াল এবং ১৩ রানে নট আউট থাকেন কুমার কুশর্গা।

আরও পড়ুন - Ranji Trophy 2019-20: বোনাস পেল বাংলা, হায়দরাবাদকে ইনিংসে হারাল মনোজরা

.