পাকিস্তানকে উড়িয়ে ICC র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে New Zealand,শীর্ষে ওঠার হাতছানি India-Australia'র সামনেও

ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি এখন ১-১। বাকি দুটি টেস্ট। ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারলেই এক নম্বর জায়গায় পৌঁছে যাবে অজিরা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 6, 2021, 01:03 PM IST
পাকিস্তানকে উড়িয়ে ICC র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে New Zealand,শীর্ষে ওঠার হাতছানি India-Australia'র সামনেও
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন: ক্রাইস্টচার্চে পাকিস্তানকে ইনিংস এবং ১৭৬ রানে উড়িয়ে দিল কিউইরা। পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ICC Test Rankings-এর মগডালে কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড। এই প্রথমবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) শীর্ষে উঠল নিউ জিল্যান্ড (New Zealand) ক্রিকেট দল।

 

 

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে (ICC Test Rankings) নিউ জিল্যান্ড (New Zealand)। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দু নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া (Australia)। আর ১১৪ পয়েন্ট তিন নম্বরে টিম ইন্ডিয়া (Team India)। তবে নিউ জিল্যান্ডকে শীর্ষস্থান থেকে সরানোর সুযোগ রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া (India-Australia) দু'দলের সামনেই। ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি এখন ১-১। বাকি দুটি টেস্ট। ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারলেই এক নম্বর জায়গায় পৌঁছে যাবে অজিরা। অন্যদিকে বাকি দুটি টেস্ট জিতে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে সিরিজ হারাতে পারলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) এক নম্বর জায়গায় উঠে আসবে টিম ইন্ডিয়া।  

আরও পড়ুন-  ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক Kapil Dev-এর জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

 

 

আইসিসি র‌্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) শীর্ষস্থানে উঠে এলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) টেবিলে (শতাংশ হিসেবে) আপাতত তিন নম্বরে রয়েছে নিউ জিল্যান্ড। কিউইদের পয়েন্ট সবচেয়ে বেশি হলেও জয়ের পারসেন্টেজের নিরিখে তিন নম্বরে রয়েছে তাঁরা।

আরও পড়ুন- Ind Vs Aus: কব্জি মচকে গুরুতর চোট, Australia-র বিরুদ্ধে সিরিজ থেকে বাদ ভারতীয় তারকা

 

.