Ravichandran Ashwin, ICC T20 World Cup 2022: ‘মানকাডিং’ একেবারে বৈধ, মজা করেও ফের সরব হলেন অশ্বিন
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে মেলবোর্নে নামবে ভারতীয় দল। এর আগে শনিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অশ্বিন। স্বভাবতই এসেছিল 'মানকাডিং' সংক্রান্ত প্রশ্ন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'মানকাডিং' (Mankad) নিয়ে একাধিক ক্রিকেটার ও ক্রিকেট পন্ডিতদের নানা মত থাকলেও, রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) মনে করেন বাইশ গজের যুদ্ধে এমন ধরনের আউট একবারে বৈধ। তাই 'মানকাডিং' নিয়ে ক্রিকেট সমাজ যতই নিন্দা করুক, টিম ইন্ডিয়ার (Team India) অফ স্পিনার নিজের সিদ্ধান্তেই বজায় থাকবেন।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) রবিবার জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে মেলবোর্নে নামবে ভারতীয় দল। এর আগে শনিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অশ্বিন। স্বভাবতই এসেছিল 'মানকাডিং' সংক্রান্ত প্রশ্ন। এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, 'একজন ব্যাটারকে আউট করার জন্য আপনি সবসময় সজাগ থাকেন। তেমনই কি নন-স্ট্রাইকার এন্ডে থাকা ব্যাটারের দিকেও আপনার নজর থাকে? কেন উইলিয়ামসন ও একাধিক ক্রিকেটারের বক্তব্য ওরা কেউ এভাবে আউট (পড়ুন মানকাডিং) হতে চান না। আপনার এই বিষয়ে মন্তব্য?'
আরও পড়ুন: Virat Kohli's 34th Birthday: ৩৪তম জন্মদিনে নিজের সামনে কোন লক্ষ্য রাখলেন 'কিং কোহলি'? জেনে নিন
হেসে অশ্বিনের জবাব ছিল, 'স্যর সত্যি বলতে আমিও এভাবে আউট হতে চাই না। কেউই এভাবে আউট (পড়ুন মানকাডিং)হতে চায় না। আমার (কোনও আউটের ধরণ) পছন্দ না হওয়ার অর্থ এটা নয় যে আমি সেরকমভাবে আউট হতে পারব না। কেউ আউট হতে পছন্দ করেন না। ব্যাটের কানায় লেগে ক্যাচ, বোল্ড, রান আউট, এলবিডব্লুউ বা অন্য কোনওভাবে আউট হতে ভালো লাগে না আমরা। সেভাবেই নন স্ট্রাইকার এন্ডে আমিও রান আউট হতে চাই না।'
সেখানেই থামেননি অশ্বিন। খোঁচা দিয়ে তিনি যোগ করেন, 'এটা আউটের একটি ধরণ এবং সেটা বৈধ। যে কোনও বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। এই দুনিয়ায় নতুন কোনও কিছু হলেই হইচই হয়। লোকজনের ভিন্ন মত থাকতে পারে। সেটা আপনি করতে চান নাকি করতে চান না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি সেটাকে নিজের জন্য অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করব।'