KL Rahul: ফর্ম হারানো কেএল রাহুলকে নিয়ে ভারতের প্রাক্তনের ভিন্ন মত, কিন্তু কেন? জেনে নিন
ICC T20 World Cup 2022: রাহুলের ছন্দ হারানোকে একটু অন্যভাবে দেখছেন অনিল কুম্বলে। জাতীয় দল থেকে শুরু করে পঞ্জাব কিংসের কোচ থাকার সময় কেএল রাহুলকে খুব কাছ থেকে দেখেছেন ভারতের প্রবাদপ্রতিম লেগ স্পিনার।
![KL Rahul: ফর্ম হারানো কেএল রাহুলকে নিয়ে ভারতের প্রাক্তনের ভিন্ন মত, কিন্তু কেন? জেনে নিন KL Rahul: ফর্ম হারানো কেএল রাহুলকে নিয়ে ভারতের প্রাক্তনের ভিন্ন মত, কিন্তু কেন? জেনে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/10/28/394396-klrahul.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্যর ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman) দেশে পা রেখেই রানের মুখ দেখেছিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (Western Australia) বিরুদ্ধে ৫৫ বলে ৭৪ রান করার পর, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষেও জ্বলে উঠেছিলেন। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৩ বলে ৫৭। তখন মনে হয়েছিল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) প্রতিপক্ষের মহড়া নেবেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু আসল সময় পরপর ব্যর্থ টিম ইন্ডিয়ার (Team India) ওপেনার। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৪ রানে আউট হয়ে যাওয়ার পর, দুর্বল নেদারল্যান্ডসের (Netharlands) বিরুদ্ধে রান পেলেন না রাহুল। ডাচদের বিরুদ্ধে ফিরলেন মাত্র ৯ রানে। ফলে তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন তো উঠবেই। যদিও ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরের (Wasim Jaffer) দাবি সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কেএল রাহুলকে বিশ্লেষণ করা উচিত নয়। তবে অনিল কুম্বলে (Anil Kumble) মনে করেন জাতীয় দলের স্বার্থে এবার কেএল রাহুলের 'সুইচ অন' করা উচিত।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
একটি অনুষ্ঠানে ওয়াসিম জাফর বলেন, 'কেএল রাহুলকে পরিসংখ্যান দিয়ে মাপা উচিত নয়। ও অনেক বড় মাপের ব্যাটার। রাহুল কামব্যাক করবেই। গত অস্ট্রেলিয়া সফরে কিন্তু রাহুল সেরা ফর্মে ছিল। সেবারও রাহুল চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করে। তাই ওকে সময় দেওয়া উচিত।' জাফর ফের যোগ করেন, 'গত কয়েক মাসে রাহুল একাধিকবার চোটের কবলে পড়েছে। ফর্ম হারানোর এটা অন্যতম কারণ হতে পারে। তবে ওকেই ফিরে আসার লড়াইটা লড়তে হবে। এক্ষেত্রে দলের সিনিয়রদের সাহায্যও নিতে পারে রাহুল।'
তবে রাহুলের ছন্দ হারানোকে একটু অন্যভাবে দেখছেন অনিল কুম্বলে। জাতীয় দল থেকে শুরু করে পঞ্জাব কিংসের কোচ থাকার সময় কেএল রাহুলকে খুব কাছ থেকে দেখেছেন ভারতের প্রবাদপ্রতিম লেগ স্পিনার। আইপিএল খেলার সময় রাহুলের স্ট্রাইক রেট নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কুম্বলে বলেন, 'আইপিএল-এ পঞ্জাব কিংসে খেলার সময় রাহুল জানত যে ও দলের সেরা ব্যাটার। তাই নিজের উইকেট বাঁচিয়ে স্কোরবোর্ড সচল রাখত। এখানে পরস্থিতি একেবারে আলাদা। ভারতীয় দলের মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। তাই বাড়তি চাপ না নিয়ে রাহুলকে খোলা মনে ব্যাট করা উচিত। এবার সুইচ অন করার সময় এসে গিয়েছে। ও বড় শট খেলতে পারে। তাই সেই দিকে মন দেওয়া উচিত।'