Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: বুমরা, জাদেজার চোট বাকিদের সুযোগ করে দেবে! অদ্ভুত মন্তব্য করলেন প্রাক্তন কোচ

Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। ভারতের এই দলের অন্যতম সেরা দুই অস্ত্রকেই পাওয়া যাবে না। তাতে খুশি রবি শাস্ত্রী। 

Updated By: Oct 7, 2022, 06:45 PM IST
Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: বুমরা, জাদেজার চোট বাকিদের সুযোগ করে দেবে! অদ্ভুত মন্তব্য করলেন প্রাক্তন কোচ
বুমরা ও জাদেজা। দুই ম্যাচ উইনারকে হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়সড় মন্তব্য করতে তিনি সবসময় সিদ্ধহস্ত। তিনি এক ও অদ্বিতীয় রবি শাস্ত্রী (Ravi Shastri)। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) অভিযানের অনেক আগেই চাপে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এ বার রোহিত শর্মার (Rohit Sharma) দলকে 'কাটা ঘায়ে নুনের ছিটে' দিয়ে ভারতের প্রাক্তন হেড কোচের দাবি, বুমরা ও জাদেজা না থাকার জন্য আখেরে নাকি ভারতীয় দলের লাভ হয়েছে! তাঁর আরও দাবি, এই দুই মহাতারকা চোটের জন্য না থাকার জন্য বাকিরা সুযোগ পাবে! 

একটি অনুষ্ঠানে গিয়ে শাস্ত্রী বলেন, 'চোট পেয়ে দুজনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিটকে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আসলে ইদানীং এত বেশি ক্রিকেট খেলা হচ্ছে বলেই চোটের প্রবণতা বাড়ছে। তবে এটাও ঠিক যে ওঁদের চোটের জন্য বাকিদের কাছে সুযোগ এসে গেল।' 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

শাস্ত্রী মনে করেন দলে একাধিক চোট থাকলেও প্রতিযোগিতা জেতার মতো রসদ ভারতের আছে। তিনি বলেন,'ভারতের দল দারুণ। যথেষ্ট শক্তিশালী। এই দল অনায়াসে সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারে। তবে এ বার শুরুটা ভাল করতে হবে। সেটা করতে পারলে রোহিতের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেই পারে।' 

এ দিকে ভারতীয় দল অস্ট্রেলিয়া (Australia) পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে বুমরার পরিবর্ত হিসাবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই (BCCI)। দীপক চাহার (Deepak Chahar), মহম্মদ শামি (Mohammed Shami) নাকি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কাকে দলে নেওয়া হবে সেটা নিয়ে চলছে চরম জল্পনা। করোনার (Covid 19) পর শামি কতটা সুস্থ, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও শাস্ত্রী মনে করেন, অভিজ্ঞতার নিরিখে শামিকে উড়িয়ে নিয়ে যাওয়া উচিত। 

আরও পড়ুন: Womens Asia Cup 2022, INDW vs PAKW: দাম পেল না অসুস্থ রিচার লড়াই, চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের কাছে ছয় বছর পর হারল ভারত

আরও পড়ুন: Rohit Sharma, T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল রোহিতের টিম ইন্ডিয়া

তিনি যোগ করেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে শামির অভিজ্ঞতাই হল ওর শক্তি। শেষ ছ’বছরে শামি অস্ট্রেলিয়ায় অনেক ম্যাচ খেলেছে। তাছাড়া ২০১৫ সালের বিশ্বকাপেও খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই ওর অভিজ্ঞতার দাম দেওয়া উচিত।' 

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) মুখ থুবড়ে পড়েছিল বিরাট কোহলির (Virat Kohli) দল। সেই দলের দায়িত্বে ছিলেন শাস্ত্রী। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরে যাওয়ার পর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আট উইকেটে প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় তারকাখচিত দল। এ বারও সেই বাবর আজমের (Babar Azam) দলের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। সব বাধা টপকে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়ে কি কাপ হাতে উঠবে? সেটাই দেখার।  

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.