ICC T20 World Cup 2022: কার ঝুলিতে এল কত টাকা? দেখে নিন
প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগেই আইসিসি পুরস্কার মূল্যের ঘোষণা করেছিল। পুরো প্রতিযোগিতার জন্য মোট পুরস্কার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৪৫.০৮ কোটি টাকা।
![ICC T20 World Cup 2022: কার ঝুলিতে এল কত টাকা? দেখে নিন ICC T20 World Cup 2022: কার ঝুলিতে এল কত টাকা? দেখে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/13/396269-18.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে দুই সপ্তাহ ধরে চলা বাইশ গজের যুদ্ধের যবনিকা পতন। পাকিস্তানকে (Pakistan) মেগা ফাইনালে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) জিতে নিল ইংল্যান্ড (England)। প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগেই আইসিসি (ICC) পুরস্কার মূল্যের ঘোষণা করেছিল। পুরো প্রতিযোগিতার জন্য মোট পুরস্কার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৪৫.০৮ কোটি টাকা।
চ্যাম্পিয়ন ইংল্যান্ড: এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। জয়ী দলের সুবাদে জস বাটলারদের পকেটে গেল ১২.৮৮ কোটি টাকা।
রানার্স পাকিস্তান: মেগা ফাইনাল হারলেও বাবর আজমদের দল পেল ভারতীয় মুদ্রায় ৬.৪৪ কোটি টাকা।
সেমি ফাইনালে হেরে যাওয়া দুই দল: সেমি ফাইনালে অভিযান শেষ করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দল ভারতীয় মুদ্রায় ৩.২২ কোটি টাকা করে পেয়েছে। \
সুপার টুয়েলভ স্টেজে হেরে যাওয়া ১২ দল: সুপার টুয়েলভ স্টেজে হেরে যাওয়া অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের পকেটে ভারতীয় মুদ্রায় গেল ৫৬.৩৫ লাখ টাকা করে।
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: মেগা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। পুরো প্রতিযোগিতায় নিয়েছেন ১৩ উইকেট। তাই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার স্যাম কারান।
সর্বাধিক রান - বিরাট কোহলি (৬ ম্যাচে ২৯৬ রান)
সর্বাধিক উইকেট - ওয়ানিন্দু হাসারঙ্গা (৮ ম্যাচে ১৫ উইকেট)
সর্বাধিক অর্ধ শতরান - বিরাট কোহলি (৪ বার)
সর্বাধিক শতরান - গ্লেন ফিলিপ্স ও রাইলি রোসো (১ বার)
সর্বাধিক ছক্কা - সিকন্দর রাজা (১১ টি ছক্কা)
সর্বাধিক চার - সূর্য কুমার যাদব (২৬ টি চার)
সবচেয়ে বেশি মেডেন - ভুবনেশ্বর কুমার (৩টি মেডেন)
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)