ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত UAE-র দুই ক্রিকেটার!

২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচ গড়াপেটার অপরাধে দোষী সাব্যস্ত হন নাভিদ-আনোয়ার।

Updated By: Jan 27, 2021, 01:33 PM IST
ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত UAE-র দুই ক্রিকেটার!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কলঙ্কিত ক্রিকেট। ম্যাচ গড়াপেটার দায়ে সংযুক্ত আরব আমিরশাহির দুই ক্রিকেটার- মহম্মদ নাভিদ ও শাইমান আনোয়ার বাটকে দোষী সাব্যস্ত করল আইসিসি। দুজনকেই আপাতত নির্বাসিত করা হয়েছে।   

২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচ গড়াপেটার অপরাধে দোষী সাব্যস্ত হন নাভিদ-আনোয়ার। এই অভিযোগের পর ২০১৯ সালের অক্টোবরে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল তিন ক্রিকেটারকে। নাভিদ-আনোয়ারের পাশাপাশি কাদির আহমেদকে নিষিদ্ধ করা হয়। তবে আইসিসি-র দূর্নীতি বিরোধী নীতির দুটি ধারা ২.৪.৪ এবং ২.১.১  লঙ্ঘন করায় দোষী সাব্যস্ত হন মহম্মদ নাভিদ ও শাইমান আনোয়ার।

আরও পড়ুন- Ind vs Eng: প্রথম টেস্টের আগে তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন কোহলি-রুটরা

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, "সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার মহম্মদ নাভিদ এবং সাইমান আনোয়ার বাটের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁদের দোষী সাব্যস্ত করেছে দুর্নীতি দমন শাখা। ২০১৯ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ গড়াপেটার চেষ্টা করেছিল এই দুই ক্রিকেটার। আপাতত দুই ক্রিকেটারকেই নির্বাসিত করা হয়েছে।"

আরও পড়ুন- সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় ক্রিকেটাররা, তদন্তে স্বীকার Cricket Australia-র

.