ICC ODI World Cup 2023: ২৫ অগস্ট থেকে শুরু টিকিটি বিক্রি, শুধু এক ক্লিকেই পেয়ে যান সব প্রশ্নের উত্তর
ICC ODI World Cup 2023 ticket sales from August 25 in phased manner: প্রতীক্ষার অবসান। ২৫ অগস্ট থেকে ধাপে ধাপে বিশ্বকাপের টিকিট বিত্রি শুরু হবে। জানিয়ে দিল আইসিসি। টিকিট কেনার আগে অবশ্যই এই ৭টি পয়েন্ট ভালো করে পড়ে নেবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরেই ফ্য়ানদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি ( ICC ODI World Cup 2023 Tickets) শুরু হবে। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai) ও পুণেতে (Pune)। তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটিতে (Guwahati) হবে গা ঘামানোর ম্যাচগুলি। ভরা উৎসবের আবহে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ফলে নিরাপত্তাজনিত কারণে, আইসিসি-কে বিশ্বকাপের সূচিতে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। ভারত-পাকিস্তান মহারণ নিয়েই মোট ন'টি ম্যাচের দিনক্ষণ বদলেছে। আর এর সঙ্গেই আইসিসি জানিয়েছে যে, কবে থেকে কাপযুদ্ধের টিকিট বিক্রি শুরু হবে। ২৫ অগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হবে ধাপে ধাপে।
আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বদলাল ভারত-পাক ম্যাচের দিন, বদল ইডেনেও!
টিকিট কেনার আগে অবশ্যই এই সাতটি পয়েন্ট খুব ভালো করে পড়ে দেখবেন:
১) ২৫ অগস্ট থেকে নন-ইন্ডিয়া ওয়ার্ম-আপ ম্যাচ নন-ইন্ডিয়া ইভেন্ট ম্যাচের জন্য টিকিট কিনতে পারবেন।
২) ৩০ অগস্ট থেকে তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে ভারতের গা ঘামানো ম্যাচের টিকিট বিক্রি হবে।
৩) ৩১ অগস্ট থেকে চেন্নাই, দিল্লি ও পুণেতে ভারতের যে খেলাগুলি হবে, সেই ম্যাচের টিকিট কেনা যাবে।
৪) ১ সেপ্টেম্বর থেকে আবার ধরমশালা, লখনউ ও মুম্বইতে রোহিতদের ম্যাচের টিকিট কেনা যাবে।
৫) ২ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট বিক্রি হবে।
৬) ৩ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণের জন্য টিকিট কাটা যাবে। ১৪ অক্টোবর যে ম্যাচ হবে আহমেদাবাদে।
৭) ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু।
অনলাইনে কীভাবে ধাপে ধাপে বুক করবেন বিশ্বকাপের টিকিট:
প্রথমে চলে যাবেন সরকারি টিকিটিং প্ল্যাটফর্ম www.cricketworldcup.com/register -এ
দ্বিতীয় ধাপে টিকিটের লিংকে ক্লিক করে ম্যাচের দিন, ভেন্যু, সময় ও দল নির্বাচন করতে হবে
তৃতীয় ধাপে বেছে নিন ম্যাচ
এরপরেই খুলে যাবে নতুন পেজ। যেখানে টিকিটের দাম উল্লেখ করা হবে।
চতুর্থ ধাপে নিজের পছন্দ মতো টিকিট বেছে নিন।
পঞ্চম ধাপে যাবতীয় তথ্য যাচাই করে অনলাইনে পেমেন্ট করুন।
ষষ্ঠ ধাপে ডেবিট কার্ডের ডিটেইলস দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে।
অনলাইনে টিকিটের দাম ৫০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে থাকবে বলেই খবর। ক্যুরিয়ারে বা মাঠে গিয়ে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। ক্যুরিয়ারে ঘরে বসে টিকিট নিতে চাইলে দিতে হবে অতিরিক্ত ১৪০ টাকা। সেই সুযোগ তাঁরাই পাবেন যাঁরা, ম্যাচের ৭২ ঘণ্টা আগে টিকিট কাটবেন। কোনও ই-টিকিটের ব্যবস্থা নেই।
আরও পড়ুন: EXPLAINED | Manoj Tiwary: পাঁচদিনেই ইউ-টার্ন! অবসর ভাঙলেন মনোজ, কেন নিয়েছিলেন সন্ন্যাসের সিদ্ধান্ত?