Sourav Ganguly, IND vs PAK: ৬৭ হাজারি ইডেনে ভারত-পাক সেমি ফাইনাল দেখতে মুখিয়ে মহারাজ

সিএবি তাঁকে বিশ্বকাপ কমিটিতে রাখার কথা ভাবছে। তবে ভারতের সর্বকালের অন‌্যতম সেরা অধিনায়ক জানেন না, কতটা সময় বের করতে পারবেন তিনি। বলছিলেন, "আমি কতটা সময় দিতে পারব, জানি না। কিন্তু সব রকম ভাবে সাহায‌্য করব সিএবিকে।"

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 8, 2023, 10:48 PM IST
Sourav Ganguly, IND vs PAK: ৬৭ হাজারি ইডেনে ভারত-পাক সেমি ফাইনাল দেখতে মুখিয়ে মহারাজ
ইডেনে ভারত-পাক মহারণ দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) বাবর আজমদের (Babar Azam) ভারতের (India) মাটিতে পা দেওয়ার ব্যাপারে পাকিস্তান সরকার (Pakistan Government) এখনও  সবুজ-সঙ্কেত দেয়নি। যদিও আইসিসি (ICC) কিন্তু ইতমধ্যেই সূচি প্রকাশ করে দিয়েছি। সেই সূচি অনুসারে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত হবে 'মাদার অফ অল ব্যাটল' (Mother Of All Battle)। তবে সৌরভ গঙ্গোপাধ‌্যায় (Sourav Ganguly) কিন্তু আরও একটি 'মাদার অফ অল ব্যাটল' দেখতে চাইছেন। তাঁর আশা ১৬ নভেম্বর কাপ যুদ্ধের দ্বিতীয় সেমি ফাইনালে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে ফের মুখোমুখি হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখার জন্য যে ক্রিকেটের নন্দন কাননের ৬৭ হাজারি গ্যালারি ভরে উঠবে, সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। 

প্রচারমাধ‌্যমকে মহারাজ বলেন, "ইডেন বিশ্বকাপের পাঁচটা গুরুত্বপূর্ণ ম‌্যাচ পেয়েছে। স্বভাবতই আমরা সবাই খুশি। আমি এমনটাই আশাই করেছিলাম। বিসিসিআই-কে ধন‌্যবাদ ইডেনকে এত গুরুত্বপূর্ণ ম‌্যাচ দেওয়ার জন‌্য। ২০১৬ সালে আমি যখন সিএবি সভাপতি ছিলাম, তখন ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হয়েছিল। আবার পরে যখন আমি বোর্ড সভাপতি হই, তখন আর একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু পরে দুর্ভাগ‌্যজনক ভাবে টুর্নামেন্ট দেশের বাইরে চলে যায়।" এখানেই থেমে না থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক ফের যোগ করেছেন, "আসলে স্টেডিয়ামের দর্শকাসন এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়। সেটাও একটা কারণ। ইডেনের ক‌্যাপাসিটি সেখানে এত বিশাল। এত ভালো মাঠ, এত ভালো উইকেট। প্রায় প্রতিবারই ইডেন সেরা মাঠের পুরস্কার পায়। আর আমরা ঠিক করে ফেলেছি যে, বিশ্বকাপের পরই ইডেনের দর্শকাসন এক লক্ষ করে ফেলা হবে। সেই কাজ শুরু হয়ে যাবে।" 

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: বাবর আজমদের বিশ্বকাপ খেলা ঠিক করবে পাক প্রধানমন্ত্রী-বিলাওয়ালের নেতৃত্বাধীন কমিটি

আরও পড়ুন: Sourav Ganguly: শুভেচ্ছায় ভাসছেন মহারাজ, এবার বঞ্চিতদের করাবেন পড়াশোনা! বিশেষ দিনে বিরাট ঘোষণা

সিএবি তাঁকে বিশ্বকাপ কমিটিতে রাখার কথা ভাবছে। তবে ভারতের সর্বকালের অন‌্যতম সেরা অধিনায়ক জানেন না, কতটা সময় বের করতে পারবেন তিনি। বলছিলেন, "আমি কতটা সময় দিতে পারব, জানি না। কিন্তু সব রকম ভাবে সাহায‌্য করব সিএবিকে।" ঘরের মাঠে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গও ওঠে। সৌরভকে জিজ্ঞাসা করা হয়, রোহিত শর্মার ভারতের কতটা সম্ভাবনা তিনি দেখছেন? উত্তরে তিনি বলে দেন, "দেখুন, বিশ্বজয়ের সুযোগ ভারতের সামনে সব সময়ই আছে, থাকবে। কারণ টিমটায় প্রতিভার কোনও অভাব নেই। আর শেষ তিনটে বিশ্বকাপ যদি দেখেন, তা হলে দেখবেন যে ঘরের টিমই বিশ্বকাপ জিতেছে। ২০১১ সালে ভারত। ২০১৫ সালে অস্ট্রেলিয়া। ২০১৯ সালে ইংল‌্যান্ড। প্রত‌্যেকটা হোম টিমই কিন্তু বিশ্বকাপ জিতেছিল গত তিন বার। আশা করব, এবারও তাই হবে। এবার ভারতে যখন খেলা, তখন আশা করছি ভারতই চ‌্যাম্পিয়ন হবে।" আর আসন্ন বিশ্বকাপে যে সবার ফর্মই যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ। বলেছেন, "বিশ্বকাপ কখনও একজন বা দু’জনের ফর্মের উপর ভিত্তি করে জেতা যায় না। সবার ফর্মই গুরুত্বপূর্ণ সেখানে। সবাইকে ভাল খেলতে হবে।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.