ICC World Cup 2019: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কী হতে পারে, ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গাঙ্গুলি
নিজেদের দিনে টিম ইন্ডিয়াকে হারানো সত্যিই কঠিন।
নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডে বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে পাকিস্তান। আইসিসি টুর্নামেন্ট এবং ইংল্য়ান্ডের মাটিতে পাক ক্রিকেট দলের পারফরম্যান্স-পরিসংখ্যানের নিরিখেই এমন কথা বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার শহরে এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, "ইংল্যান্ডে যে কোনও টুর্নামেন্টে পাকিস্তানের রেকর্ড অসাধারণ। দু বছর আগে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ডে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা চ্য়াম্পিয়ন হয়েছে।" ১৯৯৯ সালেও শেষবার ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও রানার্স হয়েছিল পাকিস্তান। এপ্রসঙ্গে সৌরভ আরও বলেন, " পাকিস্তান ইংল্যান্ডের মাটিতে খুব ভালো খেলে। এমনকী যদি আপনারা দেখেন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচটাও(দ্বিতীয় একদিনের ম্যাচ)। ইংল্যান্ড ৩৭৪ রান তোলে। সেই টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২ রানে হারে পাকিস্তান। এমনকী ইংল্যান্ডে, টেস্ট ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়েছে, তাদের বোলিং লাইন আপের জন্য। "
আরও পড়ুন - শেহবাগের পুরস্কার বিতরণী! ধোনি পেলেন টর্চ, রাসেলকে মুগুর, ইমরান তাহির পুরনো জিন্স
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের এতো ভালো পারফরম্যান্স নিয়ে বিরাট কোহলির দলের কোনও চিন্তার কারণ নেই বলেও জানিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। কারণ ভারতীয় বিশ্বকাপ দলে গভীরতা রয়েছে। নিজেদের দিনে টিম ইন্ডিয়াকে হারানো সত্যিই কঠিন। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের আসরে এখনও পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। আসন্ন বিশ্বকাপে ১৬ জুন ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এপ্রসঙ্গে সৌরভ বলেন, " আমি রেকর্ডে বিশ্বাস করি না। দুটো দলকেই সেই সংশ্লিষ্ট দিনে ভালো খলতে হবে।ভারত অবশ্যই খুব ভালো দল। তাদেরকে হারানো সত্যিই খুব শক্ত ব্যাপার। যে দলে কোহলি, রোহিত, শিখর ধাওয়ান রয়েছে, তাদের দুর্বল বলবেন কি করে! "