সুযোগ নষ্টের খেসারত, ১০ জনের গোকুলামের বিরুদ্ধেও ড্র ইস্টবেঙ্গলের

শতবর্ষে আই লিগে ভাগ্য সঙ্গ দিচ্ছে না ইস্টবেঙ্গলের। 

Updated By: Mar 3, 2020, 11:50 PM IST
সুযোগ নষ্টের খেসারত, ১০ জনের গোকুলামের বিরুদ্ধেও ড্র ইস্টবেঙ্গলের

নিজস্ব প্রতিবেদন: অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। গোকুলামের সঙ্গে ১-১ গোলে ড্র করল লালহলুদ। গোকুলামের কাছে আটকে যাওয়ায় ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ২০।

 শতবর্ষে আই লিগে ভাগ্য সঙ্গ দিচ্ছে না ইস্টবেঙ্গলের। কোঝিকোড়ে ফের একবার সুযোগ নষ্টের খেসারত দিতে হল মারিও-র দলকে। ইস্টবেঙ্গল বনাম গোকুলাম ম্যাচ শেষ হল ১-১ গোলে। পুরো দ্বিতীয়ার্ধ গোকুলামকে ১০ জনে পেয়েও কাজে লাগাতে ব্যর্থ কোলাডোরা। খেলার শুরুকে মার্কোস যোসেফের গোলে এগিয়ে যায় গোকুলাম। ইস্টবেঙ্গলকে সামতায় ফেরায় পেরেজ। লাল-হলুদ জার্সিতে স্প্যানিশ মিডফিল্ডারের এটা প্রথম গোল। হুয়ান মেরাকে ফাউল করলে পেনাল্টি পায় লাল-হলুদ। গোল করতে ভুল করেননি পেরেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনে হয়ে যায় গোকুলাম। কিছুক্ষণের মধ্যেই পেরেজের শট পোস্টে লেগে ফেরে। আক্রমনে চাপ বাড়াতে অফ ফর্মের মার্কোসকে তুলে ক্রোমাকে নামান মারিও। তাতেও কাঙ্খিত গোল আসেনি। উল্টে দশজনের গোকুলামের কাছেও গোলের সুযোগ এসে গেছিল। ইনজুরি টাইমে লালকার্ড দেখেন গোকুলামের আমিরি। শেষমুহুর্তে সহজ সুযোগ এসেছিল লাল-হলুদের কাছে। সেটাও নষ্ট করেন মেরা। গোকুলামের কাছে আটকে যাওয়ায় ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ২০।

আরও পড়ুন- বৃষ্টিতে খেলা বন্ধ; 'উই লাইক টু পার্টি'-তে কোমর দোলালেন ক্রিকেটাররা, ভাইরাল ভিডিয়ো

 

.