ঢাকে কাঠি পড়ে গেল আই লিগের, শনিবার নামছে মোহনবাগান

আই লিগের ঢাকে কাঠি পড়ে গেল। নয় দলের অধিনায়কের উপস্থিতিতে দামামা বেজে গেল ভারতীয় ফুটবলের সেরা টুর্নামেন্টের। আইএসএলের গ্লামারের ছটায় ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছিল আই লিগ। লিগের গরিমা ফিরিয়ে আনতে এবার মরিয়া ফেডারেশন। ক্লাব আর ফেডারেশনের যৌথ উদ্যোগে দু কোটি টাকা দিয়ে আই লিগের প্রোমোশনের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। বুধবার কলকাতায় নয় দলের অধিনায়ককে সামনে রেখে শুভ সূচনা হল এবারের আই লিগের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন সচিব কুশল দাস,আই লিগ সিইও সুনন্দ ধর আর ফেডারেশনের সহসভাপতি সুব্রত দত্ত।

Updated By: Jan 6, 2016, 09:48 PM IST
ঢাকে কাঠি পড়ে গেল আই লিগের, শনিবার নামছে মোহনবাগান

ওয়েব ডেস্ক: আই লিগের ঢাকে কাঠি পড়ে গেল। নয় দলের অধিনায়কের উপস্থিতিতে দামামা বেজে গেল ভারতীয় ফুটবলের সেরা টুর্নামেন্টের। আইএসএলের গ্লামারের ছটায় ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছিল আই লিগ। লিগের গরিমা ফিরিয়ে আনতে এবার মরিয়া ফেডারেশন। ক্লাব আর ফেডারেশনের যৌথ উদ্যোগে দু কোটি টাকা দিয়ে আই লিগের প্রোমোশনের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। বুধবার কলকাতায় নয় দলের অধিনায়ককে সামনে রেখে শুভ সূচনা হল এবারের আই লিগের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন সচিব কুশল দাস,আই লিগ সিইও সুনন্দ ধর আর ফেডারেশনের সহসভাপতি সুব্রত দত্ত।

শনিবার আই লিগের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের মুখোমুখি হবে আইজল এফ সি।

ফেব্রুয়ারি মাসে সাউথ এশিয়ান গেমসের সময় শিথিল হতে পারে আই লিগের অনূর্ধ্ব বাইশ ফুটবলার খেলানোর নিয়ম। বর্তমানে আই লিগে সব দলের প্রথম একাদশে একজন অনূর্ধ্ব বাইশ ফুটবলার খেলানো বাধ্যতামূলক। বেঞ্চেও রাখতে হবে একজন অনূর্ধ্ব বাইশ ফুটবলার। কিন্তু ফেব্রুয়ারী মাসে গুয়াহাটিতে স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিংয়ে সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে অনূর্ধ্ব তেইশ জাতীয় দল। সেই সময় আই লিগও চলবে। তাই জাতীয় দলে তাদের অনূর্ধ্ব তেইশ ফুটবলার নাও ছাড়তে চাইছে পারে দলগুলো। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের সময় আই লিগে অনূর্ধ্ব বাইশ খেলানোর নিময় শিথিল করতে পারে ফেডারেশন।

সাফ কাপে সাফল্যের পর কেন্দ্রীয় সরকার চাইছে সাউথ এশিয়ান গেমসেও পদক জিতুক ভারতীয় ফুটবল দল। তাই শক্তিশালী দলই পাঠাতে চাইছে ফেডারেশন।

 

.