ডেম্পোকে এখনই খেলতে হচ্ছে না মরগ্যানদের
এক সপ্তাহ অনুশীলন থেকে ছুটি পেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। এদিকে আইলিগের সূচি বদলানোয় ডেম্পোর জায়গায় পুণে এফসির বিরুদ্ধে ম্যাচ হওয়ায় কিছুটা স্বস্তিতে মরগ্যানের দল।
এক সপ্তাহ অনুশীলন থেকে ছুটি পেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। এদিকে আইলিগের সূচি বদলানোয় ডেম্পোর জায়গায় পুণে এফসির বিরুদ্ধে ম্যাচ হওয়ায় কিছুটা স্বস্তিতে মরগ্যানের দল।
ফেডারেশন কাপে জয়। তারপর আইলিগের দুটি ম্যাচে একটি ড্র ও একটি জয়। মাঝে লম্বা বিরতি থাকায়, ফুটবলারদের এক সপ্তাহের জন্য অনুশীলন থেকে ছুটি দিলেন কোচ ট্রেভর জেমস মরগ্যান। তার উপর আরও একটি খুশির খবর। আইলিগের তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল চ্যাম্পিয়ন ডেম্পো। সূচি বদলে এবার প্রতিপক্ষের নাম পুনে এফসি। তার আগে মেহতাব-সঞ্জুরা যাচ্ছেন জাতীয় দলের হয়ে সিঙ্গাপুর সফরে। তাঁদের দাবি, ছুটি পাওয়ার ফলে অনেক তরতাজা হয়ে ফুটবলাররা প্রস্তুত হতে পারবেন পুনে ম্যাচের জন্য।
আগামি ১৯ তারিখ থেকে আবার অনুশীলনে নামবে ইস্টবেঙ্গল। পুজোর মধ্যেও অনুশীলন করবেন ফেডকাপ চ্যাম্পিয়নরা। ফেডারেশন কাপে জয়। তারপর আইলিগের দুটি ম্যাচে একটি ড্র ও একটি জয়। মাঝে লম্বা বিরতি থাকায়, ফুটবলারদের এক সপ্তাহের জন্য অনুশীলন থেকে ছুটি দিলেন কোচ ট্রেভর জেমস মরগ্যান। তার উপর আরও একটি খুশির খবর। আইলিগের তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল চ্যাম্পিয়ন ডেম্পো। সূচি বদলে এবার প্রতিপক্ষের নাম পুনে এফসি। তার আগে মেহতাব-সঞ্জুরা যাচ্ছেন জাতীয় দলের হয়ে সিঙ্গাপুর সফরে। তাঁদের দাবি, ছুটি পাওয়ার ফলে অনেক তরতাজা হয়ে ফুটবলাররা প্রস্তুত হতে পারবেন পুনে ম্যাচের জন্য।
আগামি ১৯ তারিখ থেকে আবার অনুশীলনে নামবে ইস্টবেঙ্গল। পুজোর মধ্যেও অনুশীলন করবেন ফেডকাপ চ্যাম্পিয়নরা।