ভারতসেরা বেঙ্গালুরু এফসি, দ্বিতীয়বার আই লিগ চ্যাম্পিয়ন সুনীলরা

সালগাঁওকরকে ২-০ গোলে হারিয়ে আইলিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। এক ম্যাচ বাকি থাকতেই খেতাব ঘরে তুললেন সুনীলরা।  দ্বিতীয়বার আই লিগ চ্যাম্পিয়ন হল কর্পোরেট দলটি। তিনটি আই লিগ খেলে দুবার ভারতসেরা বেঙ্গালুরু।

Updated By: Apr 17, 2016, 10:58 PM IST
ভারতসেরা বেঙ্গালুরু এফসি, দ্বিতীয়বার আই লিগ চ্যাম্পিয়ন সুনীলরা

ওয়েব ডেস্ক: সালগাঁওকরকে ২-০ গোলে হারিয়ে আইলিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। এক ম্যাচ বাকি থাকতেই খেতাব ঘরে তুললেন সুনীলরা।  দ্বিতীয়বার আই লিগ চ্যাম্পিয়ন হল কর্পোরেট দলটি। তিনটি আই লিগ খেলে দুবার ভারতসেরা বেঙ্গালুরু।

আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। ভারতসেরার ট্রফি যাচ্ছে গার্ডেন সিটিতে। সুপার সান্ডেতে কান্তিরাভা স্টেডিয়ামে নীল ঝড়। সালগাঁওকরকে ২-০ গোলে হারিয়ে খেতাব পুনরুদ্ধার করল কর্পোরেট দলটি। গতবছর নিজেদের ডেরায় মোহনবাগানের কাছে আটকে গিয়ে খেতাব হারাতে হয়েছিল অ্যাশলে ওয়েস্টউডের দলকে। এগারো মাসের ব্যবধানে শাপমোচন। নিজেদের ডেরাতেই হারানো ট্রফি ফেরত নিয়ে নিল বেঙ্গালুরু। সালগাঁওকরকে হারাতে পারলেই আই লিগ চ্যাম্পিয়ন। এই সহজ অঙ্ক নিয়ে গোয়ার দলটির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন সুনীল, জন জনসনরা। ম্যাচের সাত মিনিটেই ইউজেনসন লিংন্ডোর গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু । সুনীলদের পাসিং ফুটবলের সামনে তখন দিশেহারা সালগাঁওকর। প্রথমার্ধে বেঙ্গালুরুর খেলায় দাপট থাকলেও গোলের সংখ্যা বাড়েনি। উল্টে মাঝে মাঝেই পাল্টা আক্রমণে যাচ্ছিল সালগাঁওকর।

আলো বিভ্রাটের জন্য দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে পাঁচ মিনিট দেরি হয়। মাঠে অবশ্য আলো ছড়ালেন কর্পোরেট দলটির ফুটবলাররা। বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হল ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে। সুনীলের ঠিকানা লেখা পাস থেকে দলের দ্বিতীয় গোলটি  অলউইন জর্জের। এরপর শেষ বাঁশি বাজা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। রেফারি বাঁশি বাজাতেই কান্তিরাভা জুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস। দ্বিতীয়বার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভাসলেন সুনীলরা। তিনটি আই লিগ খেলে দুবার ভারতসেরা বেঙ্গালুরু। কলকাতার দুই প্রধানকে টেক্কা দিয়ে গেল ওয়েস্টউডের দল।

.