উত্সব কাটিয়ে কাল থেকে ফের শুরু আই লিগ

উত্সবের মরসুমের রেশ কাটিয়ে শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে আই লিগ। দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে প্রয়াগ ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ওএনজিসি। দুবছর পর আবার রাজধানীতে ফিরতে চলেছে আই লিগ। পরপর দু ম্যাচ জিতে এবারের আই লিগের শুরুটা দুরন্ত করেছে প্রয়াগ ইউনাইটেড। দুসপ্তাহের বিরতিতে দলের খেলার ছন্দপতন হবে না বলেই মনে করেন কোচ সঞ্জয় সেন।

Updated By: Oct 25, 2012, 09:26 PM IST

উত্সবের মরসুমের রেশ কাটিয়ে শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে আই লিগ। দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে প্রয়াগ ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ওএনজিসি। দুবছর পর আবার রাজধানীতে ফিরতে চলেছে আই লিগ। পরপর দু ম্যাচ জিতে এবারের আই লিগের শুরুটা দুরন্ত করেছে প্রয়াগ ইউনাইটেড। দুসপ্তাহের বিরতিতে দলের খেলার ছন্দপতন হবে না বলেই মনে করেন কোচ সঞ্জয় সেন।
প্রথম দুম্যাচে জিতলেও, এখনই আত্মতুষ্ট হতে নারাজ প্রয়াগ কোচ। সঞ্জয় সেনের মতে, ম্যারাথন লিগের এখনও অনেকটা পথ বাকি। তবে দলের দুই সেরা অস্ত্র র‌্যান্টি মার্টিনস আর বিশ্বকাপার হার্নান্ডেজের ফর্ম আশ্বস্থ করছে প্রয়াগ শিবিরকে। লিগ তালিকার ওপরের দিকে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না প্রয়াগ। কোচ সঞ্জয় সেনের মতে,ওএনজিসি শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। তবে সেই চ্যালেঞ্জের জন্য তারা প্রস্তুত।

.