I League 2018-19: ভেস্তে যাওয়া রিয়াল কাশ্মীর-মিনার্ভা ম্যাচ ফের খেলা হবে, জানাল ফেডারেশন

রিয়াল কাশ্মীর- মিনার্ভা ম্যাচ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ফেডারেশনের আই লিগ কমিটি। বিষয়টি এআইএফএফ-র এমার্জেন্সি কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়।

Updated By: Mar 6, 2019, 10:12 AM IST
I League 2018-19: ভেস্তে যাওয়া রিয়াল কাশ্মীর-মিনার্ভা ম্যাচ ফের খেলা হবে, জানাল ফেডারেশন

নিজস্ব প্রতিবেদন :  ফেডারেশনের সঙ্গে লড়াইয়ে শেষ হাসি হাসল মিনার্ভা পঞ্জাব। রঞ্জিত বাজাজের আবেদন শেষ পর্যন্ত মেনে নিল এআইএফএফ-র এমার্জেন্সি কমিটি। ১৮ ফেব্রুয়ারি শ্রীনগরে ভেস্তে যাওয়া রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা পঞ্জাব এফসি ম্যাচ পুনরায় খেলা হবে। ম্যাচের দিন অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

১৪ ফেব্রুরায়ি পুলওয়ামায় জঙ্গি হামলার চার দিন পরেই শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ খেলতে যায়নি মিনার্ভা। নিরাপত্তার কারণ দেখিয়ে এআইএফএফ-এর কাছে বার বার দরবার করেও কোনও ফল নি। ফেডারেশনের নির্দেশ মতো সূচি মেনে অবশ্য ম্যাচ আয়োজনের জন্য তৈরি ছিল রিয়াল কাশ্মীর। শেষ পর্যন্ত ম্যাচটি ১৮ ফেব্রুয়ারি ভেস্তে যায়। ফেডারেশনের নিয়ম অনুযায়ী গোটা বিষয়টি যায় আই লিগ কমিটির কাছে। সুরাহা চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মিনার্ভা মালিক রঞ্জিত বাজাজ।

এরপর রিয়াল কাশ্মীর- মিনার্ভা ম্যাচ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ফেডারেশনের আই লিগ কমিটি। বিষয়টি এআইএফএফ-র এমার্জেন্সি কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কাশ্মীরের সেই সময়ের পরিস্থিতির কথা বিবেচনা করে ম্যাচটি পুনরায় করার সিদ্ধান্ত নিল ফেডারেশনের এমার্জেন্সি কমিটি। আই লিগ শেষ হলে ৯ থেকে ১৫ তারিখের মধ্যে দিল্লিতে হবে ওই ম্যাচটি। শোনা যাচ্ছে ১২ মার্চ হতে পারে রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা ম্যাচ।    

আরও পড়ুন - মুম্বই সিটি এফসি-র সঙ্গে গাঁটছড়া ম্যাঞ্চেস্টার সিটির!

.