IND vs WI: জাদেজার রান আউট নিয়ে বিরাট ক্ষুব্ধ কোহলি!
তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে রান আউট দেন জাডেজাকে।
নিজস্ব প্রতিবেদন: চিপকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে আট উইকেটে হার। তিন ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। হারের চেয়েও রবীন্দ্র জাদেজার রান আউট নিয়ে বেশি ক্ষুব্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের মতে, আমি কখনও এমন ঘটনা ক্রিকেটে দেখিনি।
WATCH: Ravindra Jadeja's Controversial Run-Out Leaves Virat Kohli Fuminghttps://t.co/mSFEBS5p0C pic.twitter.com/60Ojzi8g2X
— Wah Cricket (@Wahcricketlive) December 15, 2019
রবিবার চিপকে ঠিক কী হয়েছিল?
ভারতের ইনিংস চলাকালীন ৪৭.৪ ওভারে রান নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছন রবীন্দ্র জাডেজা। সে সময় সবাই ভেবেছিলেন, বল উইকেটে লাগার আগেই জাডেজা নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গিয়েছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটার রান আউটের আবেদনও করেননি। কিন্তু চিপকের জায়ান্ট স্ক্রিনে রিপ্লেতে দেখা যায় যখন বল উইকেটে লাগে, তখন জাডেজা ক্রিজের লাইন ক্রস করেননি। জায়ান্ট স্ক্রিনের সেই রিপ্লে দেখে কায়রন পোলার্ড রান আউটের আবেদন জানান আম্পায়ারের কাছে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে রান আউট দেন জাডেজাকে।
আরও পড়ুন- IND vs WI: হেটমায়ার-হোপের জোড়া শতরান! প্রথম ওয়ানডে ম্যাচ ৮ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ
এই ঘটনার প্রেক্ষিতে বিরাট কোহলি বলেন, "রিপ্লে দেখে ক্রিকেটার আবেদন জানাচ্ছে। তারপর আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন।আমি কখনও এমন ঘটনা ক্রিকেটে দেখিনি। আম্পায়াররা একবার গিয়ে রিপ্লেটা দেখলে, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন।"