Hugo Millan: মর্মান্তিক দুর্ঘটনা! ট্র্যাকেই মৃত্যু ১৪ বছরের বাইক রাইডারের
'রাইড ইন পিস হুগো'!
নিজস্ব প্রতিবেদন: মর্মান্তিক দুর্ঘটনার ভয়ঙ্কর পরিণতির সাক্ষী থাকল ইউরোপিয়ান ট্যালেন্ট কাপ (European Talent Cup)। ১৪ বছরের স্প্যানিশ কিশোর বাইক রাইডার হুগো মিলানের (Hugo Millan) মৃত্যু ডেকে আনল ট্র্যাক!
ইভেন্টের পঞ্চম সংস্করণে নেমেছিল হুগো। ট্র্যাকে টার্ন নিতে গিয়ে একাধিক বাইকের সঙ্গে হুগোর বাইকের সংঘর্ষ হয়, হুগো উঠে দাঁড়ানোর চেষ্টা করে ঠিকই কিন্তু অন্য একটি বাইকের চাকা তাকে পিষে দেয়। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম এসে তার দেখভাল করলেও আর প্রাণে বাঁচানো যায়নি। ট্র্যাকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে হুগো।
আরও পড়ুন: Tokyo Olympics: শিষ্যা সোনা জেতায় গুরুর ভয়ঙ্কর উচ্ছ্বাস! দেখুন ভাইরাল ভিডিয়ো
Hugo Millán, @CEVMotorcycle rider, passes away.
Ride in peace, Hugo.https://t.co/1yjpR7vkgN
(@MotoGP) July 25, 2021
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। অকালেই এক অসাধারণ প্রতিভা ঝরে গেল বলেই মনে করছে রেসিং সার্কিট। মটো জিপি 'রাইড ইন পিস হুগো' লিখেই টুইটারে শেষ শ্রদ্ধা জানিয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)