HS Prannoy-এর দাপটে Thomas Cup-এর ফাইনালে ভারত

শেষ ম্যাচ জিতে ৩-২ ফলে ডেনমার্ককে হারিয়ে থমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে ভারতকে জায়গা করে দিলেন এইচ এস প্রণয় (HS Prannoy)। শুক্রবার রাতে থাইল্যান্ডের ব্যাঙ্ককের সেই এক ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটে গেল। 

Updated By: May 14, 2022, 03:59 PM IST
HS Prannoy-এর দাপটে Thomas Cup-এর ফাইনালে ভারত
থমাস কাপের ফাইনালে চলে যাওয়ার পর জাতীয় পতাকা নিয়ে উল্লাস করছে ভারতীয় দল। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: মালয়েশিয়ার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস টাইয়ে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় দল (India)। শেষ ম্যাচ জিতে ৩-২ ফলে ডেনমার্ককে হারিয়ে থমাস কাপের (Thomas Cup) ফাইনালে ভারতকে জায়গা করে দিলেন এইচ এস প্রণয় (HS Prannoy)। ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে ৩-২ ফলে জিতে নিজেদের ইতিহাসে ভারত প্রথমবার চলে গেল থমাস কাপের ফাইনালে। ভারতীয় ব্যাডমিন্টনের ক্ষেত্রে যেন রচিত হল ইতিহাস। রুপো জয় নিশ্চিত করলেন প্রণয়রা।

ভারতের হয়ে কাঙ্খিত জয় পান কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয় এবং সাত্যকি সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। তবে ভারত প্রথম ম্যাচে হেরে যায়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য সেনকে ২১-১৩,২১-১৩ ফলে হারিয়ে দেন ভিক্টর অ্যাক্সেলসেন। ভারতকে টাইয়ে ফেরান সাত্যিক সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। ২২-২০,২৩-২১ ফলে তারা হারিয়ে দেন কিম আস্টরুপ-ম্যাথিয়াস ক্রিশ্চিয়ানসন জুটিকে। দীর্ঘ ১ ঘণ্টা ১৭ মিনিট ধরে চলে এই লড়াই।

ভারতকে ২-১ ফলে এগিয়ে দেন কিদাম্বি শ্রীকান্ত। ২১-১৮,১২-২১,২১-১৫ ফলে অ্যান্ডার্স আন্টনসেনকে হারিয়ে দেন তিনি। চতুর্থ ম্যাচে ভারতের বিষ্ণু পানজলা এবং কৃষ্ণ গারাগা জুটি ১৪-২১,১৩-২১ ফলে হেরে যান রাসমুসেন-সোগার্ড জুটির কাছে। টাই ২-২ অবস্থায় ফের ভারতকে উদ্ধারের দায়িত্ব এসে পড়ে এইচ এস প্রণয়ের উপর। প্রথম গেমে হেরে গিয়েও অবিশ্বাস্য কামব্যাক করে ভারতের হয়ে ইতিহাস গড়েন প্রণয়রা। ১৩-২১,২১-৯,২১-১২ ফলে রাসমুস গেমকেকে হারিয়ে ভারতের হয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন প্রণয়।

আরও পড়ুন: Exclusive, Igor Stimac : ISL কী ভারতীয় ফুটবলের উন্নতি করেছে? অকপট Sunil Chhetri-দের হেড কোচ

আরও পড়ুন:  Cheteshwar Pujara: বড় যুদ্ধের জন্য তৈরি ‘চে পূজারা’! জানিয়ে দিলেন গর্বিত বাবা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.