UCL 2018-19: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই ছিটকে গেল গত তিন বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
মঙ্গলবার ঘরের মাঠে স্যান্তিয়াগো বার্নাব্যুতে স্বপ্নভঙ্গ ইউরোপ সেরাদের।
নিজস্ব প্রতিবেদন : হাজার দিনের বেশি সময়ের গরিমা মিশে গেল মাদ্রিদের মাটিতে। গত তিন বারের চ্যাম্পিয়ন, এবার শেষ ষোলোতেই ইউরোপ সেরার আসর থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ফিরলতি লেগে আয়াক্সের কাছে ঘরের মাঠে ৪-১ গোলে হারল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হার সোলারির দলের। রিয়ালকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আয়াক্স আমস্টারডাম।
When you score 4 goals away from home in Europe...#UCL pic.twitter.com/nfqiFzesTo
— UEFA Champions League (@ChampionsLeague) March 5, 2019
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ঘরের মাঠে স্যান্তিয়াগো বার্নাব্যুতে স্বপ্নভঙ্গ ইউরোপ সেরাদের। ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। উল্টে নিজেদের ভুলে জিয়েখ হাকিমের গোলে এগিয়ে যায় আয়াক্স। ১৮ মিনিটেই ০-২ এ পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। এবার আয়াক্সের হয়ে ব্যবধান বাড়ান ডেভিড নারেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ৬২ মিনিটে দুসান তাদিচ স্কোরলাইন ৩-০ করেন। ৭০ মিনিটে আসেনসিও-র গোলে ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ। দু মিনিট পরেই লাসসি স্কোনি রিয়ালের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় রিয়ালের নাচোকে।
Ajax's into quarter-finals for first time since 2002/03! #UCL pic.twitter.com/hrUs7bWidB
— UEFA Champions League (@ChampionsLeague) March 5, 2019
পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৪৭ ম্যাচের যে কটাতে আয়াক্স শুরুতে গোল করেছে তার প্রত্যেকটাতেই জয় পেয়েছে তারা। এবারও তার ব্যতিক্রম হল না। দুই লিগ মিলিয়ে রিয়ালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ২০০২-০৩ মরশুমের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আয়াক্স। স্যান্তিয়াগো বার্নাব্যুতে তখন শ্মশানের নিস্তব্ধতা। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে বিদায় নিতে হল রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের। মঙ্গলবার হারের পর চলতি মরশুমে রিয়ালের খেতাব জয়ের আশা আর নেই বললেই চলে।
আরও পড়ুন - 'থুতু কাণ্ডে' ছয় ম্যাচ নির্বাসিত জবি জাস্টিন, সঙ্গে জরিমানা এক লক্ষ টাকা